Jio Offer: মাত্র ২৬ টাকায় ২৮ দিন ভ্যালিডিটি! Jio-র অফারে ভিমড়ি খাচ্ছে Airtel ও VI | Jio 26 Rupees Plan
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে দাড়িয়ে ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্ত কাটানোই যেন দুর্বিষহ হয়ে পড়ে। আর সেই ইন্টারনেট যদি মাত্র 26 টাকায় পুরো 28 দিন চলে, তাহলে কেমন হবে? হ্যাঁ, রিলায়েন্স জিও (Jio Offer) আবারও এরকম এক অফার নিয়ে এসে প্রমাণ করল যে, তারা কেন ভারতের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা।
ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবার তাদের গ্রাহকদের জন্য এক কল্পনার বাইরের অফার নিয়ে এসেছে। হ্যাঁ, মাত্র 26 টাকায় মিলছে 28 দিন ভ্যালিডিটি। তবে বলে রাখি, এটি শুধুমাত্র একটি ডেটা প্যাক। অর্থাৎ, এতে কল বা এসএমএস এর কোন সুবিধা পাওয়া যাচ্ছে না।
আর এই 26 টাকার প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন 2GB হাই-স্পিড ইন্টারনেট। এমনকি ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট চালু থাকবে। তবে গতি নেমে যাবে 64 kbps-এ।
এই সুবিধাটি একমাত্র JioPhone ব্যবহারকারীদের জন্যই দেওয়া হচ্ছে। অর্থাৎ, যারা JioPhone ব্যবহার করেন, তাদের মূল প্ল্যানের ডেটা যদি শেষ হয়ে যায়, তাহলে সস্তায় কার্যকর সমাধান হতে পারে এই প্ল্যানটি। তাই ঘন ঘন ডেটা শেষ হওয়ার দুশ্চিন্তায় যারা ভোগেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা আশীর্বাদ।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এই প্রতিযোগিতার দুনিয়ায় Airtel ও Vi গ্রাহকদের কী দিচ্ছে? আসলে এই দুটি কোম্পানিও 26 টাকার একটি ডেটা প্যাক চালু রেখেছে। তবে সেখানে মিলছে মাত্র 1.5GB ডেটা। তাও আবার 1 দিনের জন্য। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। অর্থাৎ, দাম একই হলেও জিও যেখানে 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে, সেখানে Airtel ও Vi তুলনামূলকভাবে সেই সুবিধার ধারেকাছেও যেতে পারছে না।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.