লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio Recharge Plan: মাত্র ১০০ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio | 90 Days Plan For Jio Customers

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী। কারণ বর্তমানে আইপিএলের 18 তম মেগা মরসুম চলছে। আর এই আইপিএল সিজনের মাঝে রিলায়েন্স জিও এমন একটি সস্তার প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যেখানে 100 টাকা রিচার্জ করলেই পুরো 90 দিনের ভ্যালিডিটি মিলবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এই প্ল্যানটিতে কম খরচে আইপিএল সহ JioHotstar-এ  ওয়েব সিরিজ, সিনেমা, শো, এমনকি ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই অফার লঞ্চ হওয়ার পর থেকেই জিও ব্যবহারকারীদের মধ্যে চরম উন্মাদনা দেখা গিয়েছে। তো কী থাকছে জিওর এই বিশেষ রিচার্জ প্ল্যানে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

কী থাকছে জিওর 100 টাকার রিচার্জ প্ল্যানে?

জিওর নতুন বাজেট ফ্রেন্ডলি প্ল্যানটি মূলত আইপিএল এবং অনলাইন কনটেন্ট দেখার জন্যই আনা হয়েছে। যারা কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি চান এবং স্ট্রিমিং উপভোগ করতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। এই প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন। মিলবে 5GB হাইস্পিড ডেটা। তবে বলে রাখি, কল এবং SMS এর কোন সুবিধা এই প্ল্যানটিতে নেই। সব থেকে বড় সুবিধা, এখানে 3 মাস ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হবে। তাই যারা আইপিএল প্রেমী, তাদের জন্য এই আইপিএলের মেগা মরসুমে এটি হতে চলেছে সেরা অফার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে JioHotstar সাবস্ক্রিপশন চালু করবেন?

যারা JioHotstar সাবস্ক্রিপশন চালু করতে চান, তাদের জন্য কিছু নিয়ম চালু করেছে জিও। যদি আপনার কাছে কোন মাসিক প্ল্যান আগে থেকেই থাকে, তাহলে সেটির মেয়াদ শেষ হওয়ার 48 ঘন্টা আগেই এই প্ল্যানটি রিচার্জ করতে হবে। তাহলে JioHotstar পরবর্তী 2 মাসের জন্য চালু হয়ে যাবে।

READ MORE:  Jio এর কাছে ধরাশায়ী Airtel, আনলিমিটেড ৫জি ডেটা ও কলিং সহ অনেক বেশি সুবিধা একই দামের প্ল্যানে

অন্য কোন কোন প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে?

জিওর 100 টাকার প্ল্যান ছাড়াও বেশ কিছু রিচার্জ প্লানে JioHotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সেই প্ল্যানগুলি হল-

299 টাকার প্ল্যান- এই প্ল্যানে 28 দিনের ভালিডিটি দেওয়া হচ্ছে। প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হচ্ছে, আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  Bardhaman: ছিল না মাথা গোঁজার ঠাঁই, ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি পূর্ব বর্ধমানের রাজমিস্ত্রি | Kiran Becomes A Crorepati By Winning Lottery

349 টাকার প্ল্যান- এই প্ল্যানে 28 দিনের ভালিডিটি দেওয়া হচ্ছে। প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে, আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলছে।

899 টাকার প্ল্যান- এই প্ল্যানে 90 দিনের ভালিডিটি দেওয়া হচ্ছে। প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে, আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। এর সাথে অতিরিক্ত 20GB ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  ‘৪% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া!’ সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই DA নিয়ে বিরাট দাবি

999 টাকার প্ল্যান- এই প্ল্যানে 98 দিনের ভালিডিটি দেওয়া হচ্ছে। প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে, আনলিমিটেড কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে। পাশাপাশি 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলছে।

এক কথায় জিওর 100 টাকার প্ল্যানটি কম বাজেটে বেশি দিনের ভ্যালিডিটি প্রদান করছে। তাই যারা শুধুমাত্র আইপিএল ম্যাচ বা বিনোদনের জন্য রিচার্জ করতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে। এছাড়াও কলিং বা SMS এর প্রয়োজন হলে 299, 349, 899 বা 999 টাকার প্ল্যানগুলিকে বেছে নিতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.