যদি আপনি Jio ব্যবহারকারী হন এবং 200 টাকায় প্রায় 20 দিন পর্যন্ত চলবে এমন প্ল্যান খোঁজ করে থাকেন এবং বিভ্রান্ত হয়ে পড়েন যে কোন প্ল্যান রিচার্জ (Jio Recharge Plan) করা ভালো হবে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা 200 টাকার কম মূল্যের দুটি জনপ্রিয় প্ল্যানের বিষয়ে বলবো যেগুলির মধ্যে মাত্র এক টাকার পার্থক্য রয়েছে। কিন্তু দামের পার্থক্য কম থাকলেও সুবিধার পার্থক্য অনেক। চলুন জিওর কোন প্ল্যান আপনার জন্য লাভজনক হবে জেনে নেওয়া যাক।
জিও 199 টাকার প্ল্যান
জিওর 199 টাকা মূল্যের প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য সেরা যারা দীর্ঘ ভ্যালিডিটি চান। জিও এই প্ল্যানে দৈনিক 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এখানে মোট 27GB ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন। এর সাথে জিও গ্রাহকরা দৈনিক 100SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও পাবেন।
জিও 198 টাকার রিচার্জ প্ল্যান
জিওর এই রিচার্জ প্ল্যান সেইসব মানুষের জন্য যাদের ডেটা বেশি প্রয়োজন। জিওর এই প্ল্যানে প্রতি দিন 2GB ডেটা মেলে। আর এর ভ্যালিডিটি 14 দিন। অর্থাৎ এখানে মোট 28GB ডেটা পাওয়া যায়। আর এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হয়। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ 100SMS রয়েছে। এই দুটি প্ল্যানে ফ্রি জিও টিভি এবং জিয়ো ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
200 টাকার কমে জিওর কোন প্ল্যান সেরা?
200 টাকার মধ্যে জিওর 198 টাকা এবং 199 টাকার প্ল্যানের মধ্যে একটি প্ল্যান বাছাই করা কঠিন। কারণ এক্ষেত্রে একটি প্ল্যানে ডেটার সুবিধা আছে, অন্যটিতে বেশি ভ্যালিডিটি পাওয়া যায়। তাই যার যে সুবিধা বেশি প্রয়োজন তার সেই প্ল্যানটি বেছে নেওয়া উচিত।