JioHotstar Plan: ২৯৯ টাকায় ৯০ দিন! IPL-র জন্য ধামাকা অফার আনল Jio | Jio Dhamaka Offer For IPL 2025
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার সুখবর। আইপিএল শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আসন্ন আইপিএলের মেগা মরসুম, যা চলবে আগামী 25শে মে পর্যন্ত। বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ এই আইপিএল। এই সময়ে ক্রিকেটের উন্মাদনা ভক্তদের মধ্যে অনেকগুণ বেড়ে যায়। আর সেই উন্মাদনাকে আরও বাড়িতে তুলতে জিও নিয়ে আসলো একটি দুর্দান্ত অফার (JioHotstar Plan)।
জিওর এই বিশেষ অফারে মাত্র 299 টাকায় রিচার্জ করলে মিলবে 90 দিনের ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, এই প্ল্যানে 50 দিনের JioFiber/AirFiber ফ্রি ট্রায়ালের সুবিধাও পাওয়া যাবে, যা সুপারফাস্ট ইন্টারনেটের সঙ্গে 4K রেজোলিউশনে বিনামূল্যে আইপিএল উপভোগ করার সুযোগ দেবে।
একবার জিওর এই ২৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলেই পাবেন মোবাইল ও স্মার্ট টিভিতে 4K রেজোলিউশনে আইপিএল ম্যাচ দেখার অভিজ্ঞতা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কোন অতিরিক্ত খরচ ছাড়াই আইপিএলের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন সেরা মানের ভিডিও কোয়ালিটিতে।
শুধু JioHotstar সাবস্ক্রিপশন নয়, এই প্ল্যানে মিলবে সুপারফাস্ট ইন্টারনেট, 4K স্ট্রিমিং এবং 800টির বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস একদম ফ্রিতে। পাশাপাশি 11টির বেশি OTT অ্যাপের অ্যাক্সেস থাকবে। ফলে প্রিমিয়াম সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি উপভোগ করতে পারবেন বিনামূল্যে। এখানেই শেষ নয়। প্ল্যানটিতে মিলবে আনলিমিটেড WiFi সুবিধা, যা আপনার বিনোদনের অভিজ্ঞতাকে আরো একধাপ উঁচুতে নিয়ে যাবে।
জিওর এই অফারটি পেতে আপনাকে করতে হবে মাত্র 299 টাকার একটা রিচার্জ। পুরনো জিও গ্রাহককে 299 টাকা রিচার্জ করলেই প্রতিদিন 1.5GB করে ডেটা এবং এই সুবিধাগুলি মিলবে। তবে নতুন জিও গ্রাহকদের নতুন সিম কিনে 299 টাকা বা তার বেশি মূল্যের একটি প্ল্যান কিনতে হবে। এছাড়াও অফারের বিস্তারিত জানতে 60008-60008 নাম্বারে মিসড কল দিতে পারেন।
এক্ষেত্রে জানিয়ে রাখি, যারা 17ই মার্চের আগে রিচার্জ করেছেন তারা 100 টাকার একটি অ্যাড অন প্যাকের মাধ্যমে এই অফার নিতে পারবেন। তাদের জন্য বাড়তি 299 টাকা রিচার্জ করতে হবে না। JioHotstar সাবস্ক্রিপশন 22শে মার্চ থেকে আগামী 90 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। তাই আইপিএল দেখতে আর কোনরকম সমস্যায় পড়তে হবে না। তাই আর দেরি না করে জিও স্টোর বা My Jio অ্যাপে গিয়ে দ্রুত অফারটির সুবিধা নিন এবং আইপিএলের প্রতিটি ম্যাচ উপভোগ করুন।
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
আপনি যদি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরার সেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
This website uses cookies.