Jio এবং Airtel উভয়ই ১০০ টাকার ডেটা প্যাকের সাথে JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে।
পূজা মন্ডল, কলকাতা: Jio এবং Airtel তাদের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি ডেটা প্যাক নিয়ে এসেছে, যেগুলি রিচার্জ করলে JioHotstar OTT সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আর এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) ২০২৫ এর লাইভ সম্প্রচার দেখতে পারবেন। ফলে আপনাকে ক্রিকেট ম্যাচ দেখার জন্য আলাদা করে সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে না।
আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, Jio এবং Airtel উভয়ই ১০০ টাকার ডেটা প্যাকের সাথে JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে। তবে এদের সুবিধার মধ্যে কিছু পার্থক্য আছে। আসুন জিও এবং এয়ারটেলের ১০০ টাকার প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে মনে রাখবেন এই দুটি ডেটা-অনলি প্ল্যান কোনও অ্যাক্টিভ প্ল্যানের সাথেই রিচার্জ করা যাবে।
Airtel এর ১০০ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল গ্রাহকরা ১০০ টাকার ডেটা-অনলি রিচার্জ প্ল্যানে ৫ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। এই ডেটা ৩০ দিনের জন্য বৈধ। এছাড়া ৩০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। গ্রাহকরা তাদের মোবাইল ডিভাইসে লাইভ স্পোর্টস, সিনেমা, এক্সক্লুসিভ হটস্টার স্পেশালস এবং অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।
Jio এর ১০০ টাকার রিচার্জ
জিও ব্যবহারকারীরা ১০০ টাকা রিচার্জ করলে ৫ জিবি ডেটা পাবেন, এই ডেটা ৯০ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে পুরো ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটি মোবাইল সাবস্ক্রিপশন নয়, ফলে ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসের পাশাপাশি ল্যাপটপ বা স্মার্ট টিভিতে OTT কনটেন্ট স্ট্রিম করতে পারেন।
জিও ও এয়ারটেলের সাথে প্রতিযোগিতা
ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে Jio এবং Airtel এর ১০০ টাকার প্ল্যানের মধ্যে Jio এর প্ল্যান রিচার্জ করলে বেশি লাভ হবে। কারণ এখানে বেশি দিন ধরে ডেটা যেমন ব্যবহার করা যাবে তেমনি ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের জন্য JioHotstar স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন পাওয়া যাবে।