Jiohotstar Subscription: ১০০ টাকায় JioHotstar সাবস্ক্রিপশন, আইপিএল ম্যাচ ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে Jio ও Airtel | Jio Airtel 100 Rupees Plan
Jio এবং Airtel উভয়ই ১০০ টাকার ডেটা প্যাকের সাথে JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে।
পূজা মন্ডল, কলকাতা: Jio এবং Airtel তাদের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি ডেটা প্যাক নিয়ে এসেছে, যেগুলি রিচার্জ করলে JioHotstar OTT সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আর এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) ২০২৫ এর লাইভ সম্প্রচার দেখতে পারবেন। ফলে আপনাকে ক্রিকেট ম্যাচ দেখার জন্য আলাদা করে সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে না।
আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, Jio এবং Airtel উভয়ই ১০০ টাকার ডেটা প্যাকের সাথে JioHotstar এর সাবস্ক্রিপশন দিচ্ছে। তবে এদের সুবিধার মধ্যে কিছু পার্থক্য আছে। আসুন জিও এবং এয়ারটেলের ১০০ টাকার প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে মনে রাখবেন এই দুটি ডেটা-অনলি প্ল্যান কোনও অ্যাক্টিভ প্ল্যানের সাথেই রিচার্জ করা যাবে।
এয়ারটেল গ্রাহকরা ১০০ টাকার ডেটা-অনলি রিচার্জ প্ল্যানে ৫ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। এই ডেটা ৩০ দিনের জন্য বৈধ। এছাড়া ৩০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে। গ্রাহকরা তাদের মোবাইল ডিভাইসে লাইভ স্পোর্টস, সিনেমা, এক্সক্লুসিভ হটস্টার স্পেশালস এবং অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।
জিও ব্যবহারকারীরা ১০০ টাকা রিচার্জ করলে ৫ জিবি ডেটা পাবেন, এই ডেটা ৯০ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে পুরো ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটি মোবাইল সাবস্ক্রিপশন নয়, ফলে ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসের পাশাপাশি ল্যাপটপ বা স্মার্ট টিভিতে OTT কনটেন্ট স্ট্রিম করতে পারেন।
ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে Jio এবং Airtel এর ১০০ টাকার প্ল্যানের মধ্যে Jio এর প্ল্যান রিচার্জ করলে বেশি লাভ হবে। কারণ এখানে বেশি দিন ধরে ডেটা যেমন ব্যবহার করা যাবে তেমনি ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের জন্য JioHotstar স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.