লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

JioHotstar Subscription Plan: Jio, Airtel নাকি Vi, কার JioHotstar Subscription প্ল্যান সবচেয়ে সস্তা? দেখে নিন | JioHotstar Subscription Plan

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের Jio Cinema OTT প্ল্যাটফর্মটির সাথে আরেক বহু প্রচলিত OTT প্ল্যাটফর্ম Disney+Hotstar যুক্ত করে Disney-র সাথে অংশীদারিত্বে একেবারে নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar চালু করেছে। সংস্থাটি তাদের এই নয়া সংস্করণের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তাদের প্রিপেড ও পোস্ট পেইড প্ল্যানগুলিতে বিশেষ সাবস্ক্রিপশন অফার রেখেছে(JioHotstar Subscription Plan)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সহজে বললে, Jio-র গ্রাহকরা তাদের প্রিপেড রিচার্জ করলেই তার সাথে অতিরিক্ত পাওনা হিসেবে JioHotstar-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এখন প্রশ্ন, ভারতের আরও দুই টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel ও Vi-র রিচার্জ প্ল্যানগুলিতেও কি এই সুবিধা থাকছে ? উত্তরটা হ্যাঁ হলেও তা আম্বানি সংস্থার তুলনায় কতটা সস্তা দেখে নিন আজকের প্রতিবেদনে।

Jio-র রিচার্জ প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন

ভারতের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থা সূত্রে খবর, সদ্য লঞ্চ হওয়া JioHotstar OTT প্ল্যাটফর্মটিতে নিজের পছন্দের মুভি অথবা ওয়েব সিরিজ দেখার জন্য নির্দিষ্ট কিছু প্রিপেড প্ল্যানের সাথে একদম বিনামূল্যে এই প্লাটফর্মটির সাবস্ক্রিপশন দিচ্ছে Jio। সেক্ষেত্রে বলে রাখি, Jio তাদের সবচেয়ে জনপ্রিয় 949 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 2 GB+ আনলিমিটেড 5G ডেটা, দৈনিক 100 SMS, আনলিমিটেড কলিং ও বিনামূল্য 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এছাড়াও মোবাইলের ক্ষেত্রে 899 টাকার প্ল্যানে 90 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং, প্রতিদিন 3 GB করে ডেটা, দৈনিক 100 SMS ও বিজ্ঞাপন সমর্থিত JioHotstar অ্যাক্সেস দিচ্ছে। এটি 8K ভিডিও সমর্থিত প্ল্যান। সংস্থা তাদের শেষ এবং সবচেয়ে কম মূল্যের প্ল্যান 299 টাকায় 30 দিনের বৈধতা যুক্ত 3GB করে দৈনিক ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS ও 1080 রেজোলিউশনযুক্ত স্ট্রিমিংয়ের ক্ষেত্রে 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।

READ MORE:  মিলবে ১২ হাজার টাকা, চালু হল নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, সঙ্গে রাখুন এই ডকুমেন্টগুলি

Airtel ও Vi-এর JioHotstar সাবস্ক্রিপশন

প্রথমেই কথা বলা যাক ভারতের অন্যতম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Airtel-এর JioHotstar সাবস্ক্রিপশন যুক্ত প্ল্যান গুলি সম্পর্কে। বলে রাখি, Airtel তাদের প্রিপেড, পোস্ট পেইড এবং ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যান গুলিতে এই OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে। এক নজরে দেখে নিন Airtel সংস্থার সমস্ত রিচার্জ প্ল্যান।

প্রিপেড রিচার্জ প্ল্যান

3999 টাকার প্ল্যান: 365 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 2.5 GB করে ডেটা, ও 1 বছরের JioHotstar সাবস্ক্রিপশন।

READ MORE:  গাড়ি হোক আর বাইক! প্রেস, আর্মি লেখা স্টিকার লাগালেই মোটা চালান! নয়া নিয়ম পুলিশের

1029 টাকার প্ল্যান: 90 দিনের বৈধতা যুক্ত দৈনিক 2GB ডেটা ও 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন।

প্ল্যান 398: 28 দিনের বৈধতা যুক্ত দৈনিক 2GB ডেটা ও 1 মাসের JioHotstar সাবস্ক্রিপশন।

পোস্টপেইড প্ল্যান

Airtel তাদের 1199, 999, 599 ও 499 টাকার পোস্টপেইড প্ল্যানগুলিতে যথাক্রমে আনলিমিটেড ডেটা, 100GB ডেটা, 75GB ডেটা ও 12 মাসের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে। এবং সবশেষের প্ল্যান 499 টাকায় 6 মাসের বৈধতাযুক্ত 40GB ডেটা ও JioHotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই প্রতিটি রিচার্জ প্ল্যানের সাথে Airtel Xtreme o Apollo 24-এর সুবিধা থাকছে।

ব্রডব্যান্ড প্ল্যান

Airtel তাদের প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের পাশাপাশি ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যানগুলোতেও JioHotstar OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন দিচ্ছে। সেক্ষেত্রে 1498, 1099, 899 ও 799 প্ল্যানগুলি রিচার্জ করলে আম্বানি সংস্থার নতুন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

আরও পড়ুন: বিনামূল্যেই IPL দেখার সুযোগ দিচ্ছে JioHotstar, চমক দিল আম্বানির সংস্থা

Vi-এর JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যান

Jio এবং Airtel সংস্থার পাশাপাশি ভোডাফোন আইডিয়াও তাদের বেশ কিছু প্রিপেড ও পোস্টপেইড রিচার্জ প্ল্যানে JioHotstar OTT-র সাবস্ক্রিপশন রেখেছে। এক নজরে দেখে নিন সেই তালিকা।

READ MORE:  Starlink Cost In India: Jio ও Airtel এর নতুন প্রতিদ্বন্দ্বী! ভারতে স্টারলিংকের দাম কত হবে দেখুন | Know How Much Pay For Starlink Internet

প্ল্যান 3699: 365 দিনের মেয়াদ যুক্ত দৈনিক 2GB ডেটা ও JioHotstar সাবস্ক্রিপশন।

প্ল্যান 998: 84 দিনের বৈধতা যুক্ত দৈনিক 2GB ডেটা ও 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন।

প্ল্যান 469: 28 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 2.5GB ডেটা ও 3 মাসের JioHotstar OTT সাবস্ক্রিপশন।

প্ল্যান 169: 30 দিনের জন্য মোট 8GB ডেটা ও 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন।

প্ল্যান 151: 30 দিনের বৈধতা যুক্ত মোট 4GB ডেটা ও 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন।

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.