Kali Idol: সরকারি কাজ করতে গিয়ে খনন, মাটি খুঁড়তেই উঠে এল সোনার কালী মূর্তি! শোরগোল দুর্গাপুরে | Gold Kali Recover In Durgapur

শ্বেতা মিত্র, কলকাতা: মাটি কেটে পাইপ লাইন বসানোর কাজ চলছিল। মাটি কাটতে কাটতে পাওয়া গেল একটি মূর্তি, মা কালীর মূর্তি। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস। খনন কাজ করতে গিয়ে অনেক সময় পাওয়া গিয়েছে পুরোনো দিনের নিদর্শন। মাটি কাটা, কোনো কিছু উদ্ধারকে কেন্দ্র করে রয়েছে বহু গল্প, মিথ। আজ , এই প্রতিবেদন আমরা যেটা বলতে চলেছি সেটা কোনো মিথ নয়, বাস্তব ঘটনা। বহু মানুষের সামনে ঘটা ঘটনা। পাইপ বসাতে গিয়ে পাওয়া গিয়েছে একটি ছোটো কালী মূর্তি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

উদ্ধার মা কালীর সোনার মূর্তি

ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in. ভিডিওর ক্যাপশন থেকে জানা যাচ্ছে, দুর্গাপুর স্ট্যান্ডে PHED পাইপ লাইন করতে গিয়ে ২৫ ফুট নিচে মা কালীর প্রতিমা পাওয়া গিয়েছে। ক্যাপশনে এও দাবি করা হয়েছে যে মূর্তিটি সোনার তৈরি। যদিও সেটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

READ MORE:  Gold Silver Price Today: বিয়ের মরসুমে ফের একলাফে বাড়ল সোনার দাম, রূপোয় কিছুটা স্বস্তি! জানুন আজকের রেট | Know Gold And Silver Rate Today

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মা কালীর ছোটো একটি মূর্তি হাতে এগিয়ে আসছেন। চারি দিকে উৎসুক মানুষদের ভিড়। মুহুর্মুহু উঠছে ধ্বনী। কেউ বলছেন, ‘ জয় মা কালী ‘, কেউবা বলছেন, ‘ জয় মা তারা ‘।আলোতে নিয়ে আসার পর শুরু হয় মূর্তি ধোয়ার কাজ। ইতিউতি প্রশ্ন, মূর্তিটা কিসের তৈরি, পাথরের? মূর্তিটা পাথরের নাকি সোনার তৈরি, সেটা স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিও দেখে বলা সম্ভব নয়। তবে মূর্তিটা যে মা কালীর সেটা বলার অপেক্ষা রাখে না। মূর্তিটা কতো পুরোনো সে প্রশ্নও থাকছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট সেকশন। এই প্রতিবেদন লেখার সময় ভিডিওটি পেয়েছে ৪৯৭ টি লাইক, ৪৭ টি কমেন্ট ও ৭৬৪ টা শেয়ার। বলা বাহুল্য, সময়ের সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ারের সংখ্যা হয়তো আরো বাড়বে।

READ MORE:  Maha Kumbh 2025: ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা, বাতিল VVIP পাস, বদলাচ্ছে পুণ্য স্নানের জায়গা! ৫ নিয়ম বদল মহাকুম্ভে | VVIP Pass cancelled 5 Things Changed in Maha Kumbh Mela 2025 after Stampede Incident

Scroll to Top