বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে ফের সুযোগ পেতে পারেন করুণ নায়ার (Karun Nair)? এমন সম্ভাবনা সত্যি হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, খেলোয়াড়ের সাম্প্রতিক ঘরোয়া ফর্ম যা, তাতে তাঁর মতো একজন মহারথীকেই ভারতীয় দলে যুক্ত করা যথাযথ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে খুব সম্ভবত, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজে ভাগ্য খুলতে পারে করুণের।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ভারতের এ দলে সুযোগ পেয়েছেন করুণ
সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন করুণ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরমেন্স নিয়ে প্রশ্ন করার সাহস নেই অনেকেরই। শোনা যাচ্ছে, এবার সেই ফর্মকে পুঁজি করেই ফের ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন তিনি। তবে প্রধান মঞ্চে নামার আগে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় এ দল। আর এই সফরে ইংলিশদের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিনিয়রদের টেস্ট দলে সুযোগ পেয়ে যেতে পারেন করুণ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ারের রেকর্ড…
2024-25 মরসুমে রঞ্জি ট্রফিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক হয়ে উঠেছেন করুণ। এই ঘরানায় তাঁর পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা নিছকই বোকামো! এছাড়াও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে 4টি শতরান ও দুটি দুরন্ত অর্ধশতরান মিলিয়ে মোট 9 ম্যাচে 54 গড়ে 863 রান হাঁকিয়েছেন নায়ার।
যা এই এবারের সর্বাধিক রান। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ পারফরমেন্সের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন তিনি। এবার এ দলের হয়ে ইংল্যান্ড শহরে কামাল দেখাতে পারলি রহিত শর্মাদের সাথে টেস্ট সিরিজ খেলতে পারবেন করুণ।
অবশ্যই পড়ুন: চিনের আগে ভারত আসতে চেয়েছিলেন ইউনূস, পাত্তা দেয়নি দিল্লি! অভিযোগ বাংলাদেশের
জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আসন্ন জুনে 45 দিনের টেস্ট সফরে ইংল্যান্ড পাড়ি দেবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। 20 জুন থেকে শুরু হওয়া 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে হেডিংলিতে। তার আগে ইংল্যান্ড সফরে গিয়ে দক্ষতা প্রদর্শন করবে ভারতের এ দলের ছেলেরা। আর সেখানেই উপস্থিত থাকবেন করুণ। মনে করা হচ্ছে, এই সফরে নিজের সেরাটা উজাড় করে দিতে পারলে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজে করুণ নায়ারকে জায়গা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।