লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Kashi Vishwanath Temple: কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতদের বেতন কত? অঙ্ক শুনে লজ্জা পাবেন সরকারি কর্মীরাও | Salary Of Priest

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ বারাণসী ঘুরতে গেলেন অথচ কাশী বিশ্বনাথের মন্দির (Kashi Vishwanath Temple) দর্শন করলেন না, সেটা তো হতেই পারেন না। মহাদেবের টানে এই বারাণসীতে সারাবছরই ভক্ত থেকে শুরু করে পর্যটকরা পাড়ি জমান। বারাণসী হল এমন একটি শহর যা কেবল মানচিত্রে নয় বরং ভক্তি, বিশ্বাস এবং সনাতন সংস্কৃতির কেন্দ্রে অবস্থিত। এখানে অবস্থিত বাবা বিশ্বনাথের মন্দিরটি কেবল কোটি কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্রবিন্দুই নয়, এর সাথে যুক্ত ধর্মীয় বিশ্বাস এবং পৌরাণিক গল্পগুলি এটিকে আরও বিশেষ করে তুলেছে সকলের কাছে। আচ্ছা, আপনার মনে কি কখনও প্রশ্ন জেগেছে যে মন্দিরে কর্মরত ব্যক্তিদের বেতন কত? বিশেষ করে পুরোহিতদের? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিতদের বেতন কত?

প্রতি বছর কোটি কোটি মানুষ বারাণসীতে অবস্থিত বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে আসেন। এই স্থানের স্বীকৃতি এবং জাঁকজমক এতটাই যে প্রতি বছর বিদেশ থেকেও বিপুল সংখ্যক মানুষ বাবার দর্শন করতে আসেন। তবে অনেকেই হয়তো জানেন না বা জানতে কৌতূহলী যে বাবার মন্দিরে উপাসনা করা পুরোহিতরা কত বেতন পান? একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পুরোহিতদের বেতন বেড়েছে। আর এই বেতন বৃদ্ধি পর এখন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিতকে প্রতি মাসে ৯০,০০০ টাকা বেতন দেওয়া হচ্ছে।

READ MORE:  7th Pay Commission: DA বৃদ্ধির ঘোষণায় কেন এত দেরি করছে কেন্দ্র? সামনে এল আসল কারণ | Why Is The Central Delaying The Announcement Of DA Hike?

একই সময়ে, জুনিয়র পুরোহিতকে ৮০,০০০ টাকা এবং সহকারী পুরোহিতকে ৬৫,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হয়। বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির হল সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, তবে এটি হিন্দু ধর্মের সবচেয়ে পূজিত শিব মন্দিরগুলির মধ্যে একটি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাশী ত্রিশূলের অগ্রভাগে অবস্থিত

ধর্মীয় বিশ্বাস অনুসারে, কাশী ভগবান শিবের ত্রিশূলের অগ্রভাগে অবস্থিত। এই কারণেই কাশীকে অমর বলা হয়েছে। এছাড়াও, কাশীকে “মোক্ষদায়িনী” বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে, যে কেউ কাশীতে নিজের জীবন ত্যাগ করে, সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে।

READ MORE:  8th Pay Commission: ১ লাখ ৬০ হাজার! অষ্টম পে কমিশনে যেই অনুপাতে বেতন পাবেন সরকারি কর্মীরা | New Pay Commission Salary Calculator
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.