লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Keeway K300 SF: ক্রেতাদের জন্য সুখবর! একলাফে 60 হাজার টাকা কমল 300 সিসি মোটরসাইকেলের দাম | Keeway K300 SF Launched

Published on:

আদিশ্বর অটো রাইডের পরিচালনার ভারতে বাইক ও স্কুটার বিক্রি করে হাঙ্গেরির সংস্থা Keeway। ব্র্যান্ডটি তাদের K300N মডেলটি নতুন নাম এবং অনেক কম দামে পুনরায় লঞ্চের ঘোষণা করেছে। এই স্ট্রিট নেকেড মোটরসাইকেলটির নতুন নাম K300 SF ও দাম ১.৬৯ লক্ষ টাকা (এক্স শোরুম) রাখা হয়েছে। শুনলে অবাক হবেন, বাইকের মূল্য ৬০,০০০ টাকা কমেছে। তবে এটি স্পেশাল প্রাইস এবং প্রথম ১০০ জন ক্রেতার জন্য।

READ MORE:  এমন সুযোগ মিস হলে লস, একলাফে 2 লক্ষ টাকা দাম কমল এই দুর্দান্ত মোটরসাইকেলের

বিদেশ থেকে পার্টস আমদানি করে ভারতে অ্যাসেম্বল করে K300 SF এদেশের বাজারে বিক্রি হয়। কিওয়ে তাদের মালিক সংস্থার কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে জানা গিয়েছে। যে কারণে ক্রেতাদের জন্য এমন অফার। এবার দেখার বিষয় হল, প্রথম ১০০ ইউনিট বিক্রি হয়ে যাওয়ার পর, বাইকটির দাম কতটা বাড়বে।

K300N এর তুলনায় K300 SF মডেলটিতে পরিবর্তন খুবই সামান্য। বডি গ্রাফিক্স ও ইঞ্জিন টিউনিং কিছুটা বদল করা হয়েছে। এছাড়া, ইঞ্জিন স্পেসিফিকেশন, সমস্ত হার্ডওয়্যার এবং ফিচার্স অপরিবর্তিত রয়েছে। মোটরসাইকেলের পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং শার্প টেল সেকশন বর্তমান। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে – লাল, কালো এবং সাদা।

READ MORE:  ইলেকট্রিক না পেট্রল বাইক, কোনটা ভালো

পারফরম্যান্সের জন্য, বাইকে ২৯২.৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। যা ৮,৭৫০ আরপিএম গতিতে ২৭.১ বিএইচপি ক্ষমতা ও ৭,০০০ আরপিএমে ২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি সিক্স স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট/স্লিপার ক্লাচের সঙ্গে যুক্ত।

Keeway K300 SF বাইকে সাসপেনশনের জন্য আপসাইড ডাউন ফর্ক ও মনোশক ইউনিট ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস সহ দুই চাকাতেই একটি করে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া, ফুল এলইডি লাইটিং এবং ডিজিটাল কনসোল ফিচার পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ডিজাইন দেখলে মনে ঝড় উঠবে, বাজারে আলোড়ন ফেলতে তৈরি টাটার নতুন গাড়ি
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.