Kinetic Moped: যত খুশি চালাও, ফেরত দিয়ে ৩৬০০০ টাকা পাও! ভারতে প্রথমবার EV-তে এমন অফার | Kinetic Luna Offer
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে। আর সেই গতিকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যেতে এবার বাজারে পা রাখছে কিনেটিক গ্রিনের ইলেকট্রিক মোপেড ‘E-Luna’। একসময় ভারতের বাজারে রাজত্ব করা কিনেটিক লুনা এখন ইলেকট্রিক অবতারে বাজারে আসছে, যা হবে পরিবেশবান্ধব এবং খরচ সাশ্রয়ী।
তবে এবার গ্রাহকদের আকৃষ্ট করতে এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি। যেখানে আপনি মোপেড যত খুশি চালাতে পারবেন, কিন্তু আবার তারপর সেটা ফেরত দিয়ে পাবেন ৩৬,০০০/- টাকা। কি অবাক লাগছে শুনে? কিন্তু ঠিকই শুনেছেন। আর এরকম অফার ভারতীয় বাজারে প্রথমবার দেখা যাচ্ছে।
প্রথমত, আপনি নিজের ইচ্ছামত দূরত্ব পর্যন্ত এই গাড়ি চালাতে পারবেন। দ্বিতীয়ত, তিন বছর পর ফেরত দিলে গাড়ির মূল্য হিসাবে ৩৬ হাজার টাকা আপনার পকেটে ঢুকবে। এছাড়া কত কিলোমিটার চালালেন তা নিয়েও কোনো রকম শর্ত নেই। অর্থাৎ, মাইলেজের কোন বাধ্যবাধকতা নেই। তবে এই অফার শুধুমাত্র E-Luna মডেলের জন্যই প্রযোজ্য হবে এবং এটি সীমিত সময়ের জন্যই চালু করা হয়েছে।
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, কিনেটিক গ্রিনের এই ইলেকট্রিক মোপেডটি দুটি ভেরিয়েন্টে বাজারে আসছে। সেগুলি হল X2 ও X3। X2 ভেরিয়েন্টটি একবার ফুল চার্জ দিলেই ১১০ কিলোমিটার চালানো যাবে। তবে X3 ভেরিয়েন্টটি একবার চার্জ দিলে ১২০ কিলোমিটার চালানো যাবে। পাশাপাশি এই স্কুটারে থাকছে শক্তিশালী মোটর, যার সর্বোচ্চ গতি 50 কিমি./ঘন্টা। জানলে অবাক হবেন, এর ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং KG Connect অ্যাপও যুক্ত করা রয়েছে এই গাড়িটিতে, যা পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, E-Luna এর দাম রাখা হয়েছে মাত্র ৬৯,৯৯০/- টাকা। আর এটাই তার এক্স-শোরুম মূল্য, যা একটি ইলেকট্রিক মোপেডের ক্ষেত্রে খুবই সাশ্রয়ী।
ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। তবে অনেকেই এখনো EV কেনার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন। কারণ ব্যাটারি লাইফ, রিসেল ভ্যালু এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে। তবে কিনেটিক গ্রিনের এই ই-বাইকের অফার সেই সংশয় এবার দূর করে তুলতে পারে, যাতে গ্রাহকরা নিশ্চিন্তে থাকবেন যে, তিন বছর পর বাইকটির ভালো পরিমানে রিটেল ভ্যালু মিলবে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
This website uses cookies.