KKR 3 Weakness And Strength: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা | Kolkata Knight Riders In IPL 2025
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 IPL মরসুমে পটু হাতে দল সাজিয়ে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই গতি ধরে রেখে আসন্ন মার্চের 18তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসরে নিজেদের সাফল্যের মগডালে দেখতে চাইবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এমতাবস্থায়, শক্তিশালী দল ঘোষণা করে দক্ষ অধিনায়কের অভাবে ভুগছে KKR। যদিও ইতিমধ্যেই সেই দৌড়ে প্রতিনিধিত্ব করছেন দলের বেশ কয়েকজন তাবড় তারকা।
অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কা রাহানের নাম সেই টেবিলে বর্তমানে সবার ওপরে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে উঠে এসেছে বেশ কিছু রিপোর্ট। তথ্য বলছে, আসন্ন IPL মরসুমে কলকাতাকে হারাতে হলে তাদের 3টি দুর্বল জায়গা খুঁজতে হবে প্রতিপক্ষকে। তবে দুর্বলতা থাকলেও নাইটদের 3 শক্তিশালী অস্ত্র ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে সমস্ত দুর্বল অংশ। সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের 3 শক্তি ও 3 দুর্বল ক্ষত সম্পর্কে।
প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আসন্ন মার্চের IPL আসরে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে তাদের ব্যাটিং অর্ডার। হ্যাঁ, ধুরন্ধর ব্যাটারদের সামনে রেখেই শত্রু পক্ষের বিরুদ্ধে ঘুঁটি সাজাবে নাইট রাইডার্স। যেখানে, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, অভিজ্ঞ অজিঙ্কা রাহানে থেকে শুরু করে দুরন্ত ফিনিশার রিঙ্কু সিং সকলেই রয়েছেন। ফলত, এই খেলোয়াড়দের উপস্থিতিতে আসন্ন মরসুমে আরও শক্তি সঞ্চয় করবে কলকাতা।
2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ দলের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় শক্তি দলের অলরাউন্ডাররা। সেক্ষেত্রে বলে রাখি, আইপিএলে দলের অবস্থা চাঙ্গা করতে আগেভাগেই তারকা অলরাউন্ডার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রোভম্যান পাওয়েল, মঈন আলির মতো তাবড় অলরাউন্ডারদের দলে রেখেছে নাইট ম্যানেজমেন্ট।
অলরাউন্ডার শক্তির পাশাপাশি কলকাতা তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে IPL-এর ময়দান দখল করবেন স্পিনাররা। সেই লাইনআপে ইতিমধ্যেই নাম জুড়ে গিয়েছে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে সুনীল নারিন, মায়াঙ্ক মার্কান্ডে এবং মঈন আলীর মতো ঘূর্ণিবাজদের।
আসন্ন IPL সিজনে নাইট শিবিরের সবচেয়ে চিন্তার কারণ হয়ে উঠবে দলের অভিজ্ঞ পেসারদের ইঞ্জুরি। বলা বাহুল্য, বর্তমানে হর্ষিত রানা ছাড়া আর কোনও ইনফর্ম ফাস্ট বোলার দলে উপস্থিত নেই। অ্যানরিক নরকিয়া, স্পেন্সার জনসন, বৈভব অরোরা ও উমরান মালিকের মতো পেসাররা স্কোয়াডে রয়েছেন ঠিকই তবে তাঁদের মধ্যে চোটগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন নরকিয়া। বাকিদের চোট সেভাবে না থাকলেও ফর্মের কারণে ধুঁকছেন সকলেই।
নাইট শিবিরের দ্বিতীয় দুর্বলতা হয়ে উঠবে মিডিল অর্ডার। হ্যাঁ, গত বছর ভেঙ্কটেশ আইয়ারের সাথে দলের মাঝ বিভাগ সামলানোর দায়িত্ব ছিল শ্রেয়স আইয়ারের। তবে এবার তিনি পাঞ্জাবের অধিনায়ক। তাই দলের হয়ে মিডিল অর্ডার সামলানোর দায়িত্ব পুরোটাই গিয়ে পড়েছে ভেঙ্কটেশের কাঁধে। ফলত, তিনি মিস করলেই বিপদের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে KKR।
অবশ্যই পড়ুন: বাদ পড়বেন দুই ম্যাচ উইনার, বাংলাদেশের বিরুদ্ধে কেমন একাদশ নামাবে টিম ইন্ডিয়া?
কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় দুর্বলতা হলো, দলের ছেলেদের বেশিরভাগেরই দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার তেমন অভিজ্ঞতা নেই। নাইট শিবিরের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সেভাবে আসর জমাতে পারেননি। কাজেই ক্রিকেটের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় অনভিজ্ঞ খেলোয়াড়রা আসন্ন IPL মরসুমে কলকাতার বিপদের কারণ হয়ে উঠতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.