KKR Captain: শ্রেয়সের জায়গায় নাইটদের অধিনায়ক হতে চান তিনি! স্পষ্ট জানালেন KKR তারকা | Venkatesh Iyer Want To Be Kolkata Knight Riders Captain
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন IPL মরসুমের শুরুটা হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেনে। কাজেই ম্যাচের ভেন্যু যেহেতু ইডেন গার্ডেন্স তাই প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সূচি বলছে সেই সময় আর বেশি দূরে নেই। এহেন আবহে এখনও পর্যন্ত অধিনায়ক নির্বাচন করে উঠতে পারেনি নাইট ম্যানেজমেন্ট।
যদিও শাহরুখ খানের দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম উঠে এসেছে। তবে তাদের মধ্যে শীর্ষে রয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানে ও 23 কোটির প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারের নাম। এমতাবস্থায়, কলকাতার অধিনায়কত্ব পেলে সেই দায়িত্ব শক্ত হাতে পালন করবেন বলেই জানিয়ে দিলেন ভেঙ্কটেশ।
কলকাতার অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের নামটা বহু আগেই তুলেছিলেন নাইট ভক্তরা। ভারতীয় তারকার দলপ্রীতি ও গোছানো ক্রিকেট দেখেই তাঁকে এক প্রকার নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছিলেন সমর্থকরা। যদিও ভক্তদের সেই ভাবনার নেপথ্যে রয়েছে 23 কোটি টাকার মূল্যের বিড। হ্যাঁ, দলের রিটেনশন তালিকা থেকে বাদ পড়ার পর আচমকা অকশন টেবিলে 23 কোটি দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নেয় নাইট কর্তারা।
আর এরপরই শ্রেয়সের পর ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সের রোল মডেল তথা অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেন ভক্ত মহল। তবে চিত্রটা অনেকটাই বদলে যায় অভিজ্ঞ অজিঙ্কা রাহানের দলে প্রত্যাবর্তনের পর। দেড় কোটি মূল্যে তাঁকে দলে টানার পর অনেকেই মনে করছেন এবার তাঁর হাতেই হয়তো টিম নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়বে ম্যানেজমেন্ট। এহেন মোক্ষম সময়ে KKR দলে অধিনায়কত্ব করার বিষয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ভেঙ্কি।
30 বছর বয়সী নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ার আসন্ন মরসুমে কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনও পর্যন্ত দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি তিনি। কিন্তু এবার সুযোগ রয়েছে। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চান ভেঙ্কটেশ। দলের অধিনায়ক হতে তার কোনও আপত্তি নেই। সম্প্রতি দলের অধিনায়কত্ব নিয়ে নিজের বক্তব্য জাহির করলেন তারকা।
ভেঙ্কটেশ বলেছেন, কলকাতার হয়ে ক্যাপ্টেন্সি করতে আমার কোনও আপত্তি নেই। আমার কাছে যদি সেই দায়িত্ব আসে আমি অবশ্যই তা পালন করব। সেই কাজের জন্য আমি প্রস্তুত আছি। আগেও বলেছি ক্যাপ্টেন্সি শুধুই একটা তকমা।
আমি মূলত নেতৃত্বে বিশ্বাসী। খেলোয়াড় আরও জানান, আমি মনেপ্রাণে বিশ্বাস করি একজন অধিনায়ক হওয়ার আগে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করা উচিত। ড্রেসিংরুমে একজন নেতা হওয়ার জন্য সব সময় অধিনায়কত্বের ট্যাগ লাগেনা। এ কথা বলতে বলতেই আচমকা, মধ্যপ্রদেশ দলের প্রসঙ্গ টানেন নাইট তারকা। খেলোয়াড় জানান আমি মধ্যপ্রদেশ দলের অধিনায়ক নই, কিন্তু সেখানে নিজের মতো পরামর্শ দিতে পারি।
এই পরিবেশটা আমার খুবই পছন্দের। ভেঙ্কটেশের সংযোজন, 20 লাখ হোক কিংবা 20 কোটি, টাকাটা সব সময় গুরুত্ব রাখে না। দলকে নেতৃত্ব দেওয়া, স্বাধীনভাবে পরামর্শ দেওয়ার পরিবেশ তৈরি করাটা জরুরী। সব মিলিয়ে, আইয়ারের বক্তব্যে একথা স্পষ্ট যে আগামী দিনে তাঁকে কলকাতার নেতৃত্ব দেয়া হলে তিনি তা সহাস্যে পালন করবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.