লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Captain: শ্রেয়সের জুতোয় পা গলাল কে? সুকৌশলে নিজেদের অধিনায়কের নাম জানাল KKR | Kolkata Knight Riders New Captain Name

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমের উদ্বোধনী ম্যাচ 22 মার্চ। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের হাত ধরেই বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরসুমের যাত্রা শুরু হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত সুচি অনুযায়ী, প্রথম মহারণে সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR Vs RCB)। IPL-এর সব দলই কমবেশি তাদের নেতার নাম ঘোষণা করে দিয়েছে। পিছিয়ে শুধু KKR। প্রশ্ন উঠছে, আর কবে অধিনায়কের নাম ঘোষণা করবে শাহরুখ খানের দল? কাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করছে ম্যানেজমেন্ট? মিলেছে উত্তর!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শ্রেয়সের জুতোয় পা গলালেন কোন তারকা?

গত মরসুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স ট্রফি কাঁধে তুলেছিল যার নেতৃত্বে সেই শ্রেয়স আইয়ার এখন পাঞ্জাব কিংসে। কাজেই তাঁর শূন্যস্থান এখনও পর্যন্ত ভরাট হয়নি। এমতবস্থায়, IPL 2025-এর একেবারে প্রাক্কালে দক্ষ নেতাকে বেছে নেওয়ার কাজটা আজও করে উঠতে পারেনি নাইট ম্যানেজমেন্ট?

READ MORE:  Weather Today: ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ! আজকের আবহাওয়া | Rain In 3 Districts Of South Bengal Weather Today

এমন সমগোত্রীয় প্রশ্ন যখন নানা মহলে উঠছে ঠিক সেই মোক্ষম সময় সামনে এলো বড় তথ্য। শোনা যাচ্ছে, কলকাতার আগামী দিনের পথ চলার সঙ্গী হতে দলে নেওয়া অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারকেই সম্ভবত নাইটদের অধিনায়ক করা হতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে সেই তালিকায় নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারেরও। KKR ভক্তদের অধিকাংশই ভেবেছিলেন হয়তো আসন্ন মরসুমে এক আইয়ারের বদলে আরেক আইয়ারকে দলের অধিনায়কত্বের দায়িত্ব শপে বেবি ম্যানেজমেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশও জানিয়েছেন দলের অধিনায়কত্ব পেলে দায়িত্ব সহকারে পালন করবেন তিনি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপাতত সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কেন? সূত্র বলছে, মার্চ পড়তে না পড়তেই এবার অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এক প্রকার পাকা করে ফেলেছে ম্যানেজমেন্ট।

READ MORE:  KKR Vs RCB Match Weather: চরম দুঃসংবাদ! KKR-র প্রথম ম্যাচেই বাগড়া দেবে বৃষ্টি? দেখুন ওয়েদার আপডেট | KKR Vs RCB Match Weather Update

অধিনায়ক হচ্ছেন অজিঙ্কা?

গত 21 ফেব্রুয়ারি থেকে কলকাতার প্রাক মরসুম প্রস্তুতি পর্ব শুরু হয়েছে মুম্বইয়ে। আর সেখানেই নিজস্ব অস্ত্র হাতে ঘাম ঝরিয়েছেন নাইট তারকারা। সূত্রের খবর, 21 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে গতকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি। বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের মাঠে দলের প্রাক প্রস্তুতি পর্বের ম্যাচগুলিতে অংশ নিয়েছিলেন KKR এর 9 জন ক্রিকেটার।

তালিকায় নাম রয়েছে, ভেঙ্কটেশ, রিঙ্কু, বৈভব, মায়াঙ্ক, অজিঙ্কা রাহানেরও। জানা যাচ্ছে, হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের তত্ত্বাবধানে সেখানে অনুশীলনের কাজটা করছেন দলের ছেলেরা। এহেন আবহে কানে আসছে বড় খবর। গত 26 ফেব্রুয়ারি একটি হাই ভোল্টেজ প্রাক প্রস্তুতি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্সের ছেলেরা। আর এই ম্যাচেই নাকি নাইটের অধিনায়কত্ব করেছেন অজিঙ্কা রাহানে।

ভেঙ্কটেশদের তালিকায় এই ভারতীয় তারকার নামটা যথেষ্ট স্পষ্ট। যেখানে রাহানের নামের পাশে অধিনায়ক তকমা রয়েছে। যেই ছবি নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল চর্চা। ভক্তদের মধ্যে বেশিরভাগই বিশ্বাস করতে শুরু করেছেন হয়তো আসন্ন মরসুমে অজিঙ্কা রাহানের হতেই উঠতে পারে দলের গুরু দায়িত্ব। যদিও রাহানে জানিয়েছেন, দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে তাঁর সাথে কোনও রকম কথা বলেনি ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় যোগ দিল নতুন মুখ! খেলেবন কিউইদের ম্যাচেই, রইল সম্ভাব্য একাদশ

IPL 2025 মরসুমের KKR স্কোয়াড

ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ, অ্যানরিক নোকিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, ময়াঙ্ক মারকাণ্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেনসর জনসন, লুভনিথ সিসোদিয়া, অজিঙ্ক রাহানে, অনুকূল রায়, মঈন আলী ও উমরান মালিক।

READ MORE:  India Vs New Zealand Final: ফাইনালের আগেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া, বড় ধাক্কা নিউজিল্যান্ডে! | Great News For India Before Final

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.