KKR Increased IPL Ticket Prices: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা | Eden Gardens IPL 2025 Matches Ticket Prices Increased
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষা কাটিয়ে শুক্রবার থেকে ইডেনে অনুষ্ঠিত হতে চলা দুই IPL ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। তবে এবারের টিকিট মূল্য গতবারের তুলনায় অনেকটাই বেশি। আর এই আকাশছোঁয়া মূল্যের কারণেই এক প্রকার রাগে ফেটে পড়েছেন নাইট (KKR) ভক্তরা। প্রশ্ন উঠছে, ভেঙ্কটেশ আইয়ারের 23.75 কোটির বিপুল অর্থ তোলার জন্যই কি এই নয়া পন্থা অবলম্বন করল KKR?
গতকাল অর্থাৎ শুক্রবার 22 মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলা কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। তবে অস্বস্তির বিষয়, ইডেনে আয়োজিত হতে চলা ম্যাচ গুলির সর্বনিম্ন টিকিট মূল্য 750 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা করা হয়েছে।
এছাড়াও রয়েছে 2000, 3500, 5000, 6000, 10 হাজার ও 15 হাজারের টিকিট। সূত্র বলছে, অনলাইন উইন্ডো ওপেন হতেই 900 এবং 2000 টাকার টিকিট দ্রুত বিক্রি হয়ে গিয়েছে। ফলত এখন ভরসা 3500 টাকার টিকিট। যা এই মুহূর্তে ন্যূনতম। মূলত এই কারণকে সামনে রেখেই টিকিটের দাম বাড়ায় একপ্রকার ক্ষোভে ফেটে পড়েছেন নাইট ভক্তরা।
গত বছর রিটেনশন তালিকা থেকে বাদ দেওয়ার পরও নভেম্বরের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটির বিপুল মূল্য দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর এরপর থেকেই, খেলোয়াড়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ভক্ত মহলে। অনেকেই প্রশ্ন করেছিলেন, রিইটেনশন তালিকা থেকে ছেঁটে ফেলে কেন অকশন থেকে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে কেনা হলো আইয়ারকে? এবার সেই প্রশ্নই ইডেনে IPL টিকিটের মূল্যবৃদ্ধির সাথে মিলিয়ে নিয়েছেন KKR সমর্থকরা।
শুক্রবার থেকে অনলাইনে KKR বনাম RCB ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। নাইট রাইডার্সদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইডেনের IPL টিকিট বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করতেই কমেন্ট বক্সে বেশ কয়েকজন নাইট ভক্ত লিখেছেন, গত বছরের তুলনায় এ বছর টিকিটের দাম অনেকটাই বেশি। আর সেই মন্তব্যের প্রত্যুত্তরেই KKR সমর্থকদের একটা অংশ লিখেছেন, ভেঙ্কটেশ আইয়ারের দাম টিকিট বিক্রি করে তুলে নেবে KKR।
অবশ্যই পড়ুন: সাবধান! ভারতের এই দুর্বল জায়গায় সজোর আঘাত হানবে কিউরা, বিগড়ে দেবে খেল
প্রায় 24 কোটি দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়ার পরই অনেকেই মনে করেছিলেন তাঁকেই হয়তো চালকের আসনে বসাবে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে তাঁকেই। তবে মার্চ পড়তেই সেই সম্ভাবনা বদলে গিয়েছে। নাইটদের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে। যার জেরে ভেঙ্কটেশকে নিয়ে অধিনায়কের স্বপ্ন এক প্রকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে ভক্তদের। তবে জানিয়ে রাখা ভাল, দলের নেতৃত্ব আইয়ারের হাতে না গেলেও কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক করা হয়েছে ভেঙ্কিকে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.