লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR New Coach: নতুন কোচ পেল KKR! দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো মহারথী | Kolkata Knight Riders Appoint New Assistant Coach

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়কের পর এবার নতুন কোচ পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! গত বারের ডিফেনডিং চ্যাম্পিয়ন দলে এবার একাধিক রদবদল হয়েছে। আসন্ন মার্চের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে একের পর এক ঘুঁটি সাজাচ্ছে শাহরুখ খানের দল। এমতাবস্থায়, অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে নেতার আসনে বসিয়ে নতুন বিদেশি কোচ খুঁজে নিল নাইটরা। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচকেই 2025 IPL-এর জন্য দলে টানল KKR।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

KKR-এর কোচ হলেন ক্যারিবিয়ান পেসার?

হাতে আর বেশি সময় নেই। সপ্তাহ ঘুরলেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে IPL 2025। প্রথম ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর সেই ম্যাচকে মাথায় রেখেই তড়িঘড়ি ক্যারিবিয়ান পেসার তথা দীর্ঘ কোচিং অভিজ্ঞতা যুক্ত অটিস গিবসনকে সহকারি কোচের দায়িত্ব দিল কলকাতা নাইট রাইডার্স।

READ MORE:  Taskin Ahmed: IPL-এ খেলার প্রস্তাব বাংলাদেশি পেসারকে, কোন দল থেকে? জানালেন তাসকিন | LSG Invites Taskin To Join Team

বলে রাখি, নাইটদের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন চন্দ্রকান্ত পন্ডিত। অন্যদিকে বোলিং কোচ হিসেবে চক্রবর্তীদের অনুশীলন করাবেন ভরত অরুণ। তবে প্রয়োজন ছিল একজন সহকারি কোচের আর সেজন্যই ওয়েস্ট ইন্ডিজকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল দলের তকমা দেওয়া কোচকেই সেই আসনে বসালো নাইট ম্যানেজমেন্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

গিবসনের কেরিয়ার

IPL 2025 মরসুমে নাইটদের সহকারি কোচের দায়িত্ব পাওয়া ক্যারিবিয়ান পেসার অটিস গিবসন 1995 সালে প্রথমবারের জন্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন। সূত্র বলছে, দীর্ঘ 4 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গিবসন। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর। এই সংস্করণে 650টি উইকেট ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা।

অবশ্যই পড়ুন: ধনশ্রীকে সরিয়ে এসব! চাহালের সাথে কে এই রহস্যময়ী মহিলা? জানা গেল আসল পরিচয়

2010 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোচিং কেরিয়ার শুরু করেন গিবসন। এরপর 2012- তে তাঁর কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের মতো দলের কোচ ছিলেন নাইটদের নতুন পথপ্রদর্শক।

READ MORE:  Airtel JioHotstar Subscription Plan: ফ্রি-তে দেখতে পাবেন আইপিএল, Airtel দিচ্ছে এই প্ল্যানগুলির সাথে জিও হটস্টার সাবস্ক্রিপশন | Free IPL 2025 Live Match
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.