বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার চেন্নাইয়ের ঘরের মাঠে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রতিপক্ষ স্বয়ং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল, তা পরোয়া না করেই হলুদ ব্রিগেডকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে KKR। ঘরের মাঠে হারের যন্ত্রণা কাটিয়ে উঠেতেই বিরাট উপহার পেল কলকাতা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গতকাল চেন্নাইকে 8 উইকেটে পরাস্ত করে পয়েন্ট তালিকার চেহারা বদলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তালিকায় বিরাট উত্থান হয়েছে রাহানেদের। অন্যদিকে, ধারাবাহিক পরাজয়ের পর বিপদ সীমার একেবারে দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে চেন্নাই সুপার কিংস। যার জেরে প্রথম ম্যাচেই সমালোচিত হচ্ছে মাহির নেতৃত্ব!
পয়েন্ট তালিকার চিত্র বদলে ফেলল KKR
শেষবারের মতো নিজেদের ব্যাটিং বিপর্যয় নিয়ে ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের কাছে মুখ পুড়েছিল রাহানে বাহিনীর। তবে সেই হারের তিক্ত অভিজ্ঞতা শুক্রবার কাটিয়ে উঠেছে KKR। এদিন মাহির নেতৃত্বাধীন চেন্নাইকে যেন একেবারে তাসের ঘরের মতো ভেঙে দেয় নাইট ব্রিগেড। আর এই সাফল্যের পরই IPL 2025 মরসুমের পয়েন্ট তালিকায় বিরাট বদল এসেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
LSG-র বিপক্ষে পরাস্ত হয়ে 6 নম্বরে থাকা কলকাতা গতকাল এক লাফে তৃতীয় স্থানে উঠে এসেছে। মূলত 6 ম্যাচের 3টিতে জয় নিয়ে প্রথম সারিতে ঢোকার পর এখন কলকাতার লক্ষ্য তালিকার মগডাল ছোঁয়া। অন্যদিকে, চলতি মরসুমের 6 ম্যাচের মাত্র 1টিতে জয় নিয়ে এই যাত্রায় একেবারে মুখ থুবড়ে পড়েছে চেন্নাই।
কলকাতার বিপক্ষে হারের পর বর্তমানে তালিকার একেবারে 9 নম্বরে গিয়ে ঠেঁকেছে ধোনির দল। বলে রাখি, নাইটদের পয়েন্ট যেখানে 6, একের পর এক ম্যাচে হারের ধারা অব্যাহত রেখে চেন্নাইয়ের প্রাপ্ত পয়েন্ট সেখানে মাত্র দুই। হলুদ বাহিনীর এমন অবস্থার পরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাদের খাতায় নাম যাবে CSK-র?
অবশ্যই পড়ুন: চোখের পলকে পুড়ে ছাই হবে শত্রুর ড্রোন-ফাইটার জেট! হাড় কাঁপানো অস্ত্র তৈরি করছে ভারত
বাদ পড়তে পারে ধোনির দল?
চলতি মরসুমে একেবারেই পুরনো ছন্দে ফিরতে পারেনি চেন্নাই সুপার কিংস। IPL 2025 সিজনের উদ্বোধনী ম্যাচটা পকেটে পুরে পরের ম্যাচগুলিতে একেবারে তীরে এসে তরী ডুবেছে চেন্নাইয়ের। শেষবারের মতো পাঞ্জাবের কাছে ধবলধোলাই হওয়ার পর গতকাল রাহানে বাহিনীর বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মহেন্দ্র সিং ধোনিরা।
আর এই ব্যর্থতার পরই, পয়েন্ট তালিকার একেবারে তলানিতে নেমেছে চেন্নাই। একটানা 5 ম্যাচে পরাস্ত হওয়ার পর আপাতত মাহিদের অবস্থা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই। ওয়াকিবহাল মহল বলছে, পরবর্তী ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াতে না পারলে খুব শীঘ্রই যাত্রাভঙ্গ হবে ধোনি বাহিনীর।