KKR Vs DC: দিল্লির ম্যাচের আগেই বিরাট সিদ্ধান্ত KKR-র! বাদ দুই বড় প্লেয়ার! কেমন হবে একাদশ? | Possible Playing XI Of KKR Against DC
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স আইয়ারদের 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 ওভারেই সাজঘরে ফিরতে হয়েছিল নাইটদের। ইডেনের ম্যাচে আচমকা বৃষ্টি বাগড়া দেওয়ায় অগত্যা বাতিল হয়ে যায় খেলা।
আর এমন ঘটনার পরই প্লে অফের অঙ্ক যথেষ্ট কঠিন হয়েছে শাহরুখ খানের KKR-র। তবে সেই যন্ত্রণার ছবি সামনে রেখেই আগামীকাল অর্থাৎ সোমবার শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে অজিঙ্কা রাহানের দল। আর সেই ম্যাচকে সামনে রেখেই ভক্তদের মনে উঠছে নানান প্রশ্ন। সিংহভাগেরই জিজ্ঞাস্য, আগামীকাল দিল্লির ম্যাচে কেমন একাদশ সাজাবে KKR?
শনিবার ইডেনের ময়দানে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রোটিয়া তারকা কুইন্টন ডিক’ককে বাদ রেখে আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজকে নারিনের সাথে ওপেনিং করতে পাঠিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। তবে বৃষ্টির কারণে ম্যাচ বিগড়ে যাওয়ায় খেল দেখাতে পারেননি দুজনের কেউই। বেশ কয়েকটি সূত্র বলছে, শনির অপ্রাপ্তি আগামীকাল ঘোঁচাতে গুরবাজ এবং নারিন দুজনকেই দলে রাখবে KKR।
গত ম্যাচে তারকা অলরাউন্ডার রমনদীপ সিংকে বসিয়ে রোভম্যান পাওয়েলকে দলে টেনেছিল KKR। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, খুব সম্ভবত পাওয়েলকে সরিয়ে কিংবা অন্য কোনও খেলোয়াড়ের বিকল্প হিসেবে দিল্লির ম্যাচে রমণদীপকে ফিরিয়ে নিয়ে আসতে পারে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
দীর্ঘ চোট যন্ত্রণা কাটিয়ে নাইট শিবিরে ফিরে ছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার এনরিখ নরকিয়া। তবে গত ম্যাচে তাঁকে কলকাতার নাইট রাইডার্সের প্রথম একাদশে রাখা হয়নি। সূত্রের খবর, আগামীকাল ম্যাচ যেহেতু দিল্লির মতো শক্তিশালী দলের বিপক্ষে, তাই হাইভোল্টেজ ম্যাচ হিসেবে দলের পেস বিভাগ শক্ত করতে তুরুপের তাস নরকিয়াকে একাদশে টানতে পারে KKR। সে ক্ষেত্রে খুব সম্ভবত বাদ পড়তে পারেন চেতন সাকারিয়া।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের সেরাটা দলের জন্য উজাড় করে দিতে পারেননি ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বিশেষজ্ঞদের মতে, বহু আগেই ক্রিকেট কেরিয়ারের সেরা সময় কাটিয়ে উঠেছেন রাসেল। বর্তমানে তার চেহারার ছবি যা তাতে আপাতত বিশ্রামটাই একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত হতে পারে।
এছাড়াও সাম্প্রতিক সময়ে নিজের খারাপ পারফরমেন্সের কারণে তুমুল সমালোচিত হচ্ছেন কলকাতার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে সেইসব জল্পনায় কান দেয়নি KKR। বিগত ম্যাচগুলিতে একাদশে তিনি নিয়মিত। যদিও মনে করা হচ্ছে, আগামীকাল অক্ষর প্যাটেলের দিল্লির বিরুদ্ধে তাঁকে দলের ঠাঁই নাও দেওয়া হতে পারে। খুব সম্ভবত তাঁর বিকল্প হিসেবে রমণদীপকেও খেলাতে পারে KKR।
অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে যুদ্ধ তো দূর, ১২০০ সেনার ইস্তফায় মাথায় বাজ পাকিস্তানের! এবার কী হবে?
রহমানউল্লাহ গুরবাজ(উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে(অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, বৈভব আরোরা, এনরিখ নরকিয়া ও বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন হর্ষিত রানা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর রোদ এবং বাতাসে অত্যাধিক জলীয়বাষ্প (Weather Update)…
This website uses cookies.