লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs DC: KKR-কে জিতিয়েছেন এই ৩ তারকা! আগে থেকেই ছিল ছক, ফাঁস করলেন রাহানে | KKR Won Against DC Because Of These 3 Players

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হারের আশঙ্কা নিয়েই মাঠে নামে গত বারের ডিফেনডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম ইনিংসে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে আত্মবিশ্বাসী ক্রিকেট দেখিয়েছিলেন নাইটরা। তবে শেষ পর্যন্ত 205 রানের লক্ষ্য বেঁধে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে KKR।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জবাবে ব্যাট হাতে মাঠে নামতেই বেশ কিছুটা ঝড় তুলেছিল দিল্লি। অক্ষর প্যাটেলদের ম্যাচ দেখে মনে হচ্ছিল সহজেই রাহানেদের লক্ষ্য তাড়া করে নেবেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত সেই অঘটন ঘটেনি। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের বোলিং আক্রমণের কাছে মাথা নুইয়ে 190 রানে খেই হারায় রাজধানী। যার জেরে বহু অপেক্ষিত জয়ে নাম লিখিয়েছে শাহরুখ খানের দল। আর এই সাফল্যের পরই অধিনায়ক রাহানে ফাঁস করেছেন 3 খেলোয়াড়ের নাম। যাঁদের জোরেই দিল্লির বিপক্ষে পাল্টেছে নাইটদের পাশা।

READ MORE:  IPL-র মাঝপথেই অধিনায়ক বদলে গেল KKR-র

এই 3 খেলোয়াড়ের জোরেই হারল দিল্লি?

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে জয় নিশ্চিত করেই মুখ খুলেছিলেন নাইট সেনাপতি অজিঙ্কা রাহানে। এদিন রাহানের বক্তব্য ছিল, মূলত 3 ক্রিকেটারের জোরেই দিল্লির বিরুদ্ধে জয় পেয়েছে কলকাতা। কিন্তু কারা তাঁরা? রাহানে জানান, দিল্লির বিরুদ্ধে আসল খেল দেখিয়েছেন সুনীল নারিন। নারিনের দুই ওভারেই ঘুরে গিয়েছে খেলা। এদিন 14তম ওভারে বল করতে এসে পরপর দুই তাবড় তারকাকে আউট করেন নারিন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নারিনের বলে এদিন ঘায়েল হয়েছিলেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল ও ট্রিস্টান স্টাবস। এরপরই 16 ওভারের মাথায় ফাফ ডু’প্লেসিকে মাঠ ছাড়া করেন তিনি। রাহানে মনে করছেন, দিল্লির বিপক্ষে এই তিন ধাক্কাই ম্যাচ জিতিয়েছে কলকাতাকে। রাহানে বলেছিলেন, 13 ওভারের পর নারিনের দুই ওভারে খেলা আমাদের দিকে ঘুরে যায়। এদিন ক্যারিবিয়ান তারকার পাশাপাশি সতীর্থ আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তীকে ম্যাচ জয়ের অন্যতম কারিগর হিসেবে দেখিয়েছেন রাহানে।

অবশ্যই পড়ুন: দিল্লিকে গুঁড়িয়ে শেষমেষ জয়ে ফিরেছে KKR, পয়েন্ট তালিকায় কতটা উন্নতি হল রাহানেদের?

অজিঙ্কা রাহানের মুখে রাসেলের প্রশংসা

মঙ্গলবার ম্যাচ শেষে 3 ক্রিকেটারের নাম নেওয়ার পাশাপাশি রাসেলকে নিয়ে কিছুটা বেশি সময় বক্তব্য রেখেছিলেন রাহানে! এদিন ক্যারিবিয়ান তারকা প্রসঙ্গে নাইট সেনাপতির বক্তব্য ছিল, আমরা ভাবছিলাম 15 রান কম করে ফেলেছি। কিন্তু না! রাসেল যথেষ্ট ভাল ব্যাটিং করেছেন। বলেও নিজেকে প্রতি মুহূর্তে ছন্দে ফেরাচ্ছেন! দিল্লির বিরুদ্ধে রাসেল ব্যাট-বল উভয় ক্ষেত্রেই আমাদের জিততে সাহায্য করেছেন। আমি মাঝেমধ্যেই ওদের দেখে অবাক হই। রাসেল এবং নারিন দুজনেই দুর্দান্ত খেলোয়াড়।

READ MORE:  Virat Kohli: ছেত্রীর পথেই হাঁটবেন বিরাট! অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন কোহলি? | May Virat Kohli Return To T20 Cricket

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.