বিক্রম ব্যানার্জী, কলকাতা: নববর্ষের রাতে পাঞ্জাবের কাছে গো হারা হেরে এখন জয়ে ফেরার রাস্তা খুঁজছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। অঙ্ক বলছে, পয়েন্ট তালিকার 6 নম্বরে থাকা কলকাতাকে প্লে অফে জায়গা করতে হলে আসন্ন 7 ম্যাচের 5টিতেই জিততে হবে। আর সেই যাত্রার প্রথম ম্যাচেই নাইটদের প্রতিপক্ষ হচ্ছে শুভমন গিলের গুজরাত টাইটান্স। এহেন আবহে, সেই হাই ভোল্টেজ ম্যাচের আগেই গুজরাতে ভিড়লেন নতুন তারকা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হ্যাঁ, সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করতে নেমে কুঁচকিতে চোট পেয়েছিলেন কিউই তারকা গ্লেন ফিলিপ্স। আর সেই চোট গুরুতর হওয়ায় গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আপাতত ছিটকে গেলেন তিনি। সূত্রের খবর, তাঁর বিকল্প হিসেবেই এক তাবড় লঙ্কান ক্রিকেটারকে দলে টেনেছে GT।
কাকে দলে নিল গুজরাত?
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন তুখড় ফিল্ডার ফিলিপ্স। তবে চোটের কারণে যে পুরো IPL থেকেই ছিটকে যাবেন এ কথা প্রথম দিকে বোঝা যায়নি। তবে শেষ পর্যন্ত চোট যন্ত্রণায় কাহিল কিউই তারকাকে বাদ দিতে বাধ্য হল গুজরাত। সূত্রের খবর, ফিলিপ্স বাদ পড়ায় তাঁর স্থলাভিসিক্ত হয়েছেন শ্রীলঙ্কার দাসুন শনাকা। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খুব সম্ভবত তাঁকে নিয়েই মাঠে নামবে গুজরাত।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
KKR-র ম্যাচে খেলবেন লঙ্কান তারকা?
বেশ কয়েকটি সূত্র যা বলছে, নিউজিল্যান্ড ক্রিকেটের ফিলিপ্স চোট পাওয়ায় তড়িঘড়ি 75 লাখের বিনিময়ে লঙ্কান ক্রিকেটার শনাকাকে দলে টেনেছে গুজরাত। জানা যাচ্ছে, 33 বছর বয়সি এই তুখড় অলরাউন্ডার 2023 সালে গুজরাতের সাথেই ছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেভাবে আসর জমানো হয়নি তাঁর। এখনও পর্যন্ত মোট 3টি ম্যাচে অংশ নিয়ে 26 রান করেছেন শনাকা। সূত্র বলছে, দিল্লির ম্যাচে না হলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাঁকে নিয়েই মাঠে নামবেন অধিনায়ক শুভমন। কাজেই প্রতিপক্ষের নতুন খেলোয়াড়কে নিয়ে স্বল্প হলেও বাড়তি চিন্তা রয়েছে নাইটদের!
অবশ্যই পড়ুন: ৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট! আদৌ প্লে অফে জায়গা করতে পারবে KKR? দেখুন সমীকরণ
উল্লেখ্য, গুজরাতের হয়ে খেলা এই লঙ্কান অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এখনও পর্যন্ত 4449 রান গড়েছেন। সেই সাথেই বল হতে তুলে নিয়েছেন 91টি উইকেট। ওয়াকিবহাল মহলের মতে, খেলোয়াড়ের এমন পরিসংখ্যান দেখেই কার্যত ভয় পাচ্ছে KKR!