বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের প্রথম দিনই হারে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। যার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চেহারা একেবারে বদলে যায়। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নেমে আসে 6 নম্বরে। আপাতত তারা সপ্তম স্থানে বিরাজমান। আর এই ফলাফলের পরই চিন্তা বেড়েছে অজিঙ্কা রাহানেদের। ক্রমশ জটিল হচ্ছে প্লে অফের সমীকরণ। আপাতত সেই যাত্রায় উত্তীর্ণ হতে 7 ম্যাচের 5 আসরে জিততেই হবে নাইটদের।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আজ অর্থাৎ সোমবার সেই যাত্রার প্রথম ম্যাচ (KKR Vs GT)। প্রতিপক্ষ হচ্ছে গুজরাত টাইটান্স। ঘরের মাঠে চেনা ময়দানে জয়ে ফেরার লড়াইয়ে নামছে KKR। তবে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। সকাল থেকেই ইন্দ্র দেবের মুড সুইংস একেবারে বিপাকে ফেলেছে শহরবাসীকে। আকাশ কখনও মেঘলা কখনও আবার রোদেলা হয়ে উঠছে। আর এখানেই প্রশ্ন, আদৌ KKR-র ম্যাচ হবে তো? চলুন জেনে নিই আজ ম্যাচের আগে কেমন থাকবে আবহাওয়া।
কখন গড়াবে ম্যাচে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নির্ধারিত সময়ে অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ঘরের মাঠ তথা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে KKR বনাম টেবিল টপার গুজরাতের হাই ভোল্টেজ ম্যাচ। চলতি মরসুমে এ পর্যন্ত 5 ম্যাচে জিতে তালিকার একেবারে শীর্ষে নিজেদের জায়গা পাকা করেছেন শুভমন গিলরা। বিশেষজ্ঞদের মতে, এবারের মরসুমে একেবারে আটঘাট বেঁধে নেমেছে GT। ফলত, রশিদ খানদের ভয়ঙ্কর বোলিং চিন্তা বাড়াতে পারে KKR-র।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট সূত্রে যা খবর, আজ ঝড়ের সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি হতে পারে দার্জিলিং ও ওপরের দিকের জেলাগুলিতে। তবে হাওয়া অফিসের সূত্র যা জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই একেবারে দহন যন্ত্রণা শুরু হতে চলেছে। এ সপ্তাহ শেষ হলেই আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা থাকছে না বলেই খবর। তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও।
অবশ্যই পড়ুন: বাড়ল লজ্জা! শেষ ডার্বির আশাও, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
ইডেনের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট জানাচ্ছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। স্বাভাবিকের চেয়ে সামান্য নিচের দিকেই থাকবে তাপমাত্রা। ঝড় বৃষ্টির সম্ভাবনা সেভাবে একটা নেই তবে উষ্ণতা বাড়বে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। কাজেই সোমবার ইডেনে ম্যাচ চলাকালীন সামান্য বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, তাতে খুব একটা প্রভাব পড়বে না ম্যাচে।