লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs LSG: ত্রাতা সৌরভ, মহারাজের হস্তক্ষেপে ইডেনেই খেলবে KKR | KKR Vs LSG Match Update

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাদার হস্তক্ষেপেই কাটল জট। 6 এপ্রিল KKR বনাম লখনউয়ের ম্যাচ (KKR Vs LSG) অনুষ্ঠিত হবে ইডেনেই। রামনবমী উপলক্ষ্যে নাইটদের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। সিএবির তরফেও বিবৃতি জারি করে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ম্যাচ আয়োজন করা অসম্ভব।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমতাবস্থায়, নিরাপত্তার অভাবে ম্যাচ সরে যাবে ভিন রাজ্যে, এমন আবহে কোমর বাঁধেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। কলকাতার ম্যাচ যাতে ইডেনেই আয়োজন করা যায় সেজন্য, পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে কথা বলতে শুরু করেন দাদাগিরির সঞ্চালক। এবার সেই পথ ধরেই কাটল জটিলতা।

পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না জানিয়েছিল কেপি

আগামী 6 এপ্রিল রাজ্য জুড়ে পালিত হবে রামনবমী। শহরজুড়ে এদিন ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নানান শোভাযাত্রা ও মিছিল বের হবে। সাম্প্রতিক অতীতে রাজ্যে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ছবি এখনও স্পষ্ট। তাই বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। এমন আবহে একই দিনে ইডেনে রয়েছে KKR বনাম LSG-র হাইভোল্টেজ ম্যাচ।

পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময়ে ম্যাচের দিন পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে চিঠি দেয় কলকাতা পুলিশ। আর এরপরই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, রামনবমীর দিন ইডেনের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে ম্যাচ আয়োজন করা অসম্ভব। কাজেই ইডেনের কথা ভুলে শুরু হয় বিকল্প 22 গজের খোঁজ।

READ MORE:  India Vs England 4th T20: দুবের কনকাশন সাব হর্ষিত, তুমুল সমালোচিত ভারত! জানুন ICC-র এই বিশেষ নিয়ম সম্পর্কে | Know Concussion Sub Rules Of International Cricket Council

প্রায় চূড়ান্ত হয়েছিল গুয়াহাটি

একপ্রকার নিরাপত্তাহীন হয়ে পড়েছে 6 এপ্রিলের ম্যাচ। এমন পরিস্থিতিতে, শোনা যাচ্ছিল ইডেনে ম্যাচ আয়োজনের জটিলতা থাকায় আসামের গুয়াহাটি বর্ষপাড়া স্টেডিয়ামকে বিকল্প হিসেবে কার্যত ঠিক করে ফেলা হয়েছিল। ঠিক সেই সময়ে, সমস্যা সমাধানে হাত বাড়ান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মনে করা হচ্ছে, এবার দাদার হস্তক্ষেপেই ঘুঁচল বিপদ।

ইডেনেই হবে KKR বনাম LSG-র ম্যাচ

কলকাতার ম্যাচ যাতে কলকাতাতেই আয়োজন করা যায়, সে জন্য এক প্রকার কোমর বেঁধে নামেন ভারতীয় ক্রিকেটের অন্যতম নায়ক সৌরভ গাঙ্গুলি। শোনা যায়, ইডেনে ম্যাচ আয়োজনের জন্য পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলেন মহারাজ। রামনবমী উৎসবের পাশাপাশি ইডেনেও যাতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যায় সে নিয়ে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সাথে দীর্ঘ বাক্য চালাচালি চলে দাদার।

READ MORE:  KKR Increased IPL Ticket Prices: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা | Eden Gardens IPL 2025 Matches Ticket Prices Increased

কেননা, কলকাতায় লখনউয়ের ম্যাচের বিশেষ উন্মাদনা রয়েছে। বিশেষত মোহনবাগান ভক্তদের জন্য তো অবশ্যই। কারণ, ফ্রাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সাম্প্রতিক অতীতে মোহনবাগান ও IPL নিয়ে সমর্থকদের একাধিক উপহার দিয়েছেন। তাই ক্রিকেটের নন্দনকানন ইডেনেই আয়োজন করতে হবে ম্যাচ।

অবশ্যই পড়ুন: যে ৪ কারণে হারল KKR, মুখ খুললেন রাহানে

এমন দাবি নিয়েই সমস্যার সমাধানে নামেন সৌরভ। সূত্রের খবর, দাদার হস্তক্ষেপের পরই নাকি কেটেছে জটিলতা। সূত্র বলছে, কলকাতা থেকে সরছে না নাইটদের 6 এপ্রিলের ম্যাচ। বরং একই দিনে নির্ধারিত সূচি মেনেই, মাঠে নামবেন KKR ও লখনউ দুই দলের ছেলেরা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.