KKR Vs LSG: ইডেন থেকে সরল KKR-এর হাই ভোল্টেজ ম্যাচ, কোথায় গড়াবে নাইটদের মহারণ? | KKR Vs LSG Match Is Being Moved From Eden Gardens
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিল পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় ইডেন থেকে সরছে KKR বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচ (KKR Vs LSG)। সম্প্রতি, কলকাতা পুলিশের তরফে ইডেনে ম্যাচ চলাকালীন নিরাপত্তা দেওয়া যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছিল। মূলত ধর্মীয় উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা কার্যত অসম্ভব বলেই সিএবিকে জানিয়েছিল কেপি।
সেই মতো সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, আসন্ন কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচের দিন ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা অসম্ভব। আর এই খবরের পরই একপ্রকার চূড়ান্ত হয়ে গেল KKR বনাম LSG ম্যাচের বিকল্প ভেন্যু।
শনিবার অর্থাৎ আগামীকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠ তথা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আক্রমণ শানিয়ে এ মরসুমের যাত্রা শুরু করবে শাহরুখ খানের দল। সেই ম্যাচ ইডেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আপাতত খবর। তবে মরসুমের প্রথম ম্যাচ আয়োজনে সমস্যা না থাকলেও 6 এপ্রিল ঘিরে তৈরি হয়েছে জটিলতা।
কেননা, এপ্রিলের 6 তারিখ, রবিবার তিথি অনুযায়ী পড়েছে রামনবমী। ফলত, শহর জুড়ে ধর্মীয় উৎসব উপলক্ষ্যে বহু শোভাযাত্রা থেকে শুরু করে মিছিল বেরোবে। কাজেই সেদিন বাড়তি সতর্কতা থাকবে। কলকাতা পুলিশেরও কার্যত ঘুম উড়বে সেদিন। আর সেই কারণেই একই দিনে ইডেনের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই সিএবিকে চিঠি দিয়েছিল কেপি।
আর এই ঘটনার পর থেকেই নাইটদের ম্যাচ নিয়ে বাড়তে থাকে জটিলতা। তবে শেষমেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে সিদ্ধান্ত জানানোর পরই নাকি খুঁজে পাওয়া গিয়েছে, ইডেনের বিকল্প 22 গজ।
অবশ্যই পড়ুন: RCB-কে জব্দ করতে তৈরি নতুন স্ট্র্যাটেজি, কোন একাদশ নিয়ে মহারণে নামবে KKR?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, রামনবমী উপলক্ষ্যে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় সম্ভবত গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে পারে নাইটদের হাই ভোল্টেজ ম্যাচ। বলে রাখি, গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।
যার মধ্যে একটি ম্যাচ রয়েছে কলকাতার বিরুদ্ধে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, তার মাঝেই LSG বনাম KKR-এর ম্যাচটি সুকৌশলে আয়োজন করা যেতে পারে সেখানে। যদিও এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
শ্বেতা মিত্র, কলকাতা: কথাতেই আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই কথাটা যেন একদম হাতেনাতে…
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি? তাহলে…
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে Nothing Phone 2a ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৮,০০০ টাকা ডিসকাউন্ট…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus Nord 4 5G ডিভাইসটি ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। ওয়ানপ্লাস বাজারে…
শ্বেতা মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে তীব্র তাপদাহে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষের প্রাণ রীতিমতো…
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
This website uses cookies.