KKR Vs LSG: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ | KKR Vs LSG Match Will Be Held On 8 April
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ জল্পনার পর শেষমেশ পিছিয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। রামনবমী উপলক্ষ্যে ইডেনে KKR বনাম লখনউয়ের হাই ভোল্টেজ ম্যাচ (KKR Vs LSG) আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় ছিল। মূলত নিরাপত্তা জনিত কারণে ইডেন থেকে ম্যাচ সরে যাওয়ার প্রসঙ্গও উঠেছিল বহুবার।
তবে অবশেষে, এলো সুখবর। ক্রিকেটের নন্দনকানন ইডেনেই হবে ম্যাচ। তবে ধর্মীয় উৎসবের কারণে তা 6 এপ্রিলের বদলে অন্য দিনে গড়াবে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে KKR বনাম LSG ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
6 এপ্রিল রাজ্য জুড়ে পালিত হবে রামনবমী। তাই একই দিনে কলকাতার বুকে ধর্মীয় উৎসব উপলক্ষে নানান, মিছিল-শোভা যাত্রার ভিড় সামলে ইডেনে নাইটদের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব, সম্প্রতি 6 এপ্রিলের ম্যাচ নিয়ে এমনটাই জানিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না বলেই, সিএবিকে চিঠি দিয়েছিল কেপি।
কিছুদিনের মধ্যেই সেই চিঠির উত্তরও আসে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী জানিয়েছিলেন, কলকাতা-লখনউয়ের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে ম্যাচ আয়োজন করা অসম্ভব। আর এরপরই শোনা যাচ্ছিল, কলকাতা থেকে খুব সম্ভবত গুয়াহাটিতে সরে যাবে ম্যাচ।
তবে পরবর্তীতে নাকি, দাদা সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপে ফের ইডেনেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে সেই ম্যাচ রামনবমীতেই হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন ছিল সকলেরই। এবার সেই প্রশ্নেরই উত্তর বাতলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 6 এপ্রিলের ম্যাচ আগামী 8 এপ্রিল, মঙ্গলবার ইডেনেই আয়োজিত হবে। এদিন দুপুর 3:30 মিনিটে মাঠে নামবে KKR ও LSG। বলে রাখি, টুর্নামেন্টের বাকি সূচিতে কোনও রকম বদল আনা হয়নি।
ইডেনে কলকাতার বনাম লখনউয়ের ম্যাচ নিয়ে প্রতিবছরই একটা আলাদা উত্তেজনা থাকে। বিশেষত যেহেতু KKR-এর ম্যাচ, তাই ঘরের কাছের মাঠ ইডেন থেকে এই ম্যাচ সরে যাওয়ার পক্ষপাতি নন কেউই। শেষ বারের মতো, নিরাপত্তা জনিত সমস্যার মাঝে নাইটের ম্যাচ গুয়াহাটিতে আয়োজনের জল্পনা উঠেছিল, এই সময়ে বহু নাইট ভক্তই দাবি জানিয়েছিলেন, দেরিতে হলেও রাহানেদের ম্যাচ যেন ইডেনেই হয়।
অবশ্যই পড়ুন: ভাঙবে উইনিং কম্বিনেশন, মুম্বইয়ে বিরুদ্ধে দলে দুটি বদল! কেমন হবে KKR-র একাদশ?
বলা চলে, কার্যত ভক্তদের দাবিতেই সাড়া দিয়েছে বোর্ড। তাই উদ্যোক্তাদের সিদ্ধান্তে 2 দিন পিছিয়ে ইডেনে KKR-এর ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুই দলের সমর্থকরা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দি। তবে শোনা…
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এমন একটি শহর যার ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যস্ত জীবনযাত্রা গোটা দেশে…
This website uses cookies.