KKR Vs LSG ম্যাচে কাঁটা হবে বৃষ্টি! দেখে নিন ইডেনের আবহাওয়া ও পিচ রিপোর্ট | Weather And Pitch Report Of KKR Vs LSG Match
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার ঘরের মাঠে নিজাম বধ করে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শেষবারের মতো মুম্বইয়ের টোপ হয়ে পরাজয় দেখতে হয়েছিল নাইটদের। তবে সেই হারের যন্ত্রণা আপাতত কেটে গিয়েছে অজিঙ্কা রাহানে বাহিনীর। অন্যদিকে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে জোর ধাক্কা দিয়েছে LSG।
আগামীকাল দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে অবশেষে মুখোমুখি (KKR Vs LSG) হতে চলছে এই দুই প্রতিদ্বন্দ্বী দল। ম্যাচ যেহেতু ইডেনে, তাই কলকাতার বাড়তি অ্যাডভান্টেজের প্রসঙ্গ উঠছে নানা মহলে। তবে অনেকেই আবার ইডেনের পিচ বিতর্ককে সামনে রেখে লখনউয়ের সাফল্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। আপাতত সেই জল্পনায় কান না দিয়ে চলুন জেনে নিই KKR বনাম LSG ম্যাচের আবহাওয়া ও পিচ রিপোর্ট।
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট অনুযায়ী, আগামীকাল কলকাতা বনাম লখনউ সুপার জায়েন্টদের ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা যে একেবারে নেই তেমনটা নয়। রিপোর্ট বলছে, মঙ্গলবার দুপুর তিনটেতে ম্যাচ গড়ানোর আগে স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইডেন গার্ডেন্সে। ওয়েবসাইট অনুযায়ী, আগামীকাল দুপুর 3 টে থেকে বিকেল 5 টা পর্যন্ত 30 শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা মঙ্গলবার ইডেনে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, স্বল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে ম্যাচ আয়োজনে খুব একটা সমস্যা হবে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আজ পর্যন্ত ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে 58.95 শতাংশ ম্যাচ, অন্যদিকে লক্ষ্য তৈরি করা অর্থাৎ প্রথমে ব্যাট করা দল জিতেছে মাত্র 41.01 শতাংশ ম্যাচ। একইভাবে হিসেবটা যদি টসের ক্ষেত্রে হয়, তবে ইডেনের ময়দানে এখনও পর্যন্ত টস জয়ী দল 52.63 শতাংশ ম্যাচ জিতেছে। অন্যদিকে টসে পরাজিত দল 47.37 শতাংশ ম্যাচে জয়লাভ করেছে। ইডেনের মাঠে এখনও পর্যন্ত সর্বোচ্চ দলিয় স্কোর 262(পাঞ্জাব কিংস) এবং সর্বনিম্ন স্কোর 49(রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।
অবশ্যই পড়ুন: মানুষ নিয়েই আকাশে উড়বে ড্রোন, দুর্গাপুরের যুবকের আবিষ্কারে অবাক সবাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত মোট 5 বার সম্মুখ সমরে উপস্থিত হয়েছে কলকাতার নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়েন্ট। আর এই যাত্রায় 2 বার জয়ী হয়েছে KKR। অন্যদিকে বাকি সবকটিতেই জিতেছে LSG। কাজেই হেড টু হেড পরিসংখানের নিরিখে কলকাতার থেকে এক ধাপ এগিয়ে গোয়েঙ্কার লখনউ।
3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
সানাম তেরি কাসম, তারা বনাম বিলাল, দি মিরান্ডা ব্রাদার্স এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে…
Jio এবং Airtel তাদের গ্রাহকদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা প্যাক রিচার্জ করার সুবিধা দেয়। এর…
Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং…
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন…
This website uses cookies.