লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs LSG: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে | KKR Lost To LSG For These 4 Reasons

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হারে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। মঙ্গলবার ঋষভ পন্থের দল লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠকে কাজে লাগিয়ে শেয়ানে শেয়ানে টক্কর দিতে পারলেন না অজিঙ্কা রাহানেরা। এদিন নাইটদের 239 রানের লক্ষ্যে বাঁধে LSG।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জবাবে রুদ্ধশ্বাস লড়াই করেও লখনউকে হারে ফেরাতে পারলো না কলকাতা। রাহানে, ভেঙ্কটেশদের আমরণ চেষ্টা সত্ত্বেও ফের ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়েছে KKR। কিন্তু কেন? গত কালের ম্যাচে নাইটদের হারের মূল কারণ কী? রইল বিস্তারিত।

LSG-র আগুনে বোলিং

মঙ্গলবার কলকাতার ঘরের মাঠকে একেবারে নিজেদের সুবিধামতো ব্যবহার করেছে লখনউয়ের বোলিং বিভাগ। এদিন দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে নাইটদের একেবারে গুঁড়িয়ে দিয়েছেন শার্দুল ঠাকুররা। 339 রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন কুইন্টন ডি ক’ক ও সুনীল নারিন জুটি। আর সেখানে থেকেই শুরু হয়েছিল LSG বোলারদের বাড়বাড়ন্ত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এদিন অ্যাওয়ে ম্যাচে ইডেনের পিচ বুঝে একেবারে আগুনে বোলিং দেখিয়েছিলেন শার্দুল ঠাকুর থেকে শুরু করে, আকাশদীপ, আবেশ খান, দিগবেশ সিং, রবি বিষ্ণোই সকলেই। বলা ভাল, এদিন কলকাতার বিপক্ষে LSG-র সব বোলারই উইকেট তুলে খাতায় সংখ্যা জুড়েছেন। যা নাইটদের পরাজয়ের অন্যতম কারণ।

READ MORE:  MS Dhoni: IPL-এ ফের অধিনায়ক হতে পারেন ধোনি | Ms Dhoni May Become Captain Of CSK Again

KKR-র ব্যর্থ বোলিং বিভাগ

গতকাল দাপুটে বোলিংয়ের নিরিখে লখনউয়ের একেবারে ভিন্ন ছবি ধরা পড়েছে KKR ব্রিগেড। এদিন পন্থদের সামনে যেন একেবারে ভেঙে গিয়েছিলেন বরুণ চক্রবর্তীরা। মঙ্গলবার ঘরের মাঠেই কাজের কাজ করতে পারেননি নাইট বোলাররা। বলা বাহুল্য, এদিন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেলের হাত ধরেই 3টি উইকেট যোগ হয়েছিল কলকাতার খাতায়। বাকি বৈভব আরোরা থেকে শুরু করে স্পেন্সর জনসন, সুনীল নারিন, চক্রবর্তী কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি।

READ MORE:  KKR Vs RCB Match Dream Team: KKR Vs RCB ম্যাচে কাদের দলে নেবেন? কে হবে অধিনায়ক! দেখুন Dream11 প্রেডিকশন | KKR Vs RCB Match Dream 11 Fantasy Team Prediction

অজিঙ্কা রাহানের নেতৃত্ব

গতকাল কলকাতার হারের পর ফের প্রশ্ন উঠছে রাহানের অধিনায়কত্ব নিয়ে। কেননা, মঙ্গলবার LSG-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাহানের একাধিক ভুল সিদ্ধান্তের সমালোচনা জানিয়েছিলেন অনেকেই। এদিন দলের বাকি বোলাররা মার খাওয়া সত্বেও তাঁদের দিয়েই বোলিং করিয়ে গিয়েছেন রাহানে।

বদলে আন্দ্রে রাসেলকে বোলিং করানোর দায়িত্ব দেন অনেক পরে। আর সেই রাসেলের হাতে বল উঠতেই জোরালো আক্রমণ শানিয়ে মার্শ-পুরান জুটিতে ভাঙন ধরান তিনি। একইভাবে মিডল অর্ডারে ব্যর্থতা থেকে শুরু করে রমনদীপদের নিয়ে রাহানের ভুল সিদ্ধান্তে ডুবেছে কলকাতা।

READ MORE:  KKR Vs MI: ভাঙবে উইনিং কম্বিনেশন, মুম্বইয়ে বিরুদ্ধে দলে দুটি বদল! কেমন হবে KKR-র একাদশ? | Possible Playing XI Of KKR Against MI

অবশ্যই পড়ুন: শুরু হচ্ছে সেক্টর ফাইভ-হলদিয়া মেট্রোর পথ চলা! কবে? মিলল বিরাট আপডেট

নেপথ্যে ফের KKR-র মিডিল অর্ডার

চলতি মরসুমে বারংবার মার খেয়েছে নাইটদের মিডল অর্ডার। গতকালও সেই ছবি একফোঁটাও বদলায়নি। এদিন রাহানে, ভেঙ্কটেশদের লড়াই শেষে কলকাতার দুঃসময়ে রমনদীপ, রঘুবংশী, আন্দ্রে রাসেল কেউই দলের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারেননি। তবে শেষ দিকে প্রাণপণ চেষ্টা করেছিলেন রিঙ্কু সিং। তবে ম্যাচ শেষে লাভের গুড় খেয়েছে লখনউই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.