KKR Vs LSG: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে | KKR Lost To LSG For These 4 Reasons
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হারে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। মঙ্গলবার ঋষভ পন্থের দল লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠকে কাজে লাগিয়ে শেয়ানে শেয়ানে টক্কর দিতে পারলেন না অজিঙ্কা রাহানেরা। এদিন নাইটদের 239 রানের লক্ষ্যে বাঁধে LSG।
জবাবে রুদ্ধশ্বাস লড়াই করেও লখনউকে হারে ফেরাতে পারলো না কলকাতা। রাহানে, ভেঙ্কটেশদের আমরণ চেষ্টা সত্ত্বেও ফের ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়েছে KKR। কিন্তু কেন? গত কালের ম্যাচে নাইটদের হারের মূল কারণ কী? রইল বিস্তারিত।
মঙ্গলবার কলকাতার ঘরের মাঠকে একেবারে নিজেদের সুবিধামতো ব্যবহার করেছে লখনউয়ের বোলিং বিভাগ। এদিন দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে নাইটদের একেবারে গুঁড়িয়ে দিয়েছেন শার্দুল ঠাকুররা। 339 রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলেন কুইন্টন ডি ক’ক ও সুনীল নারিন জুটি। আর সেখানে থেকেই শুরু হয়েছিল LSG বোলারদের বাড়বাড়ন্ত।
এদিন অ্যাওয়ে ম্যাচে ইডেনের পিচ বুঝে একেবারে আগুনে বোলিং দেখিয়েছিলেন শার্দুল ঠাকুর থেকে শুরু করে, আকাশদীপ, আবেশ খান, দিগবেশ সিং, রবি বিষ্ণোই সকলেই। বলা ভাল, এদিন কলকাতার বিপক্ষে LSG-র সব বোলারই উইকেট তুলে খাতায় সংখ্যা জুড়েছেন। যা নাইটদের পরাজয়ের অন্যতম কারণ।
গতকাল দাপুটে বোলিংয়ের নিরিখে লখনউয়ের একেবারে ভিন্ন ছবি ধরা পড়েছে KKR ব্রিগেড। এদিন পন্থদের সামনে যেন একেবারে ভেঙে গিয়েছিলেন বরুণ চক্রবর্তীরা। মঙ্গলবার ঘরের মাঠেই কাজের কাজ করতে পারেননি নাইট বোলাররা। বলা বাহুল্য, এদিন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেলের হাত ধরেই 3টি উইকেট যোগ হয়েছিল কলকাতার খাতায়। বাকি বৈভব আরোরা থেকে শুরু করে স্পেন্সর জনসন, সুনীল নারিন, চক্রবর্তী কেউই নিজেদের সেরাটা দিতে পারেননি।
গতকাল কলকাতার হারের পর ফের প্রশ্ন উঠছে রাহানের অধিনায়কত্ব নিয়ে। কেননা, মঙ্গলবার LSG-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাহানের একাধিক ভুল সিদ্ধান্তের সমালোচনা জানিয়েছিলেন অনেকেই। এদিন দলের বাকি বোলাররা মার খাওয়া সত্বেও তাঁদের দিয়েই বোলিং করিয়ে গিয়েছেন রাহানে।
বদলে আন্দ্রে রাসেলকে বোলিং করানোর দায়িত্ব দেন অনেক পরে। আর সেই রাসেলের হাতে বল উঠতেই জোরালো আক্রমণ শানিয়ে মার্শ-পুরান জুটিতে ভাঙন ধরান তিনি। একইভাবে মিডল অর্ডারে ব্যর্থতা থেকে শুরু করে রমনদীপদের নিয়ে রাহানের ভুল সিদ্ধান্তে ডুবেছে কলকাতা।
অবশ্যই পড়ুন: শুরু হচ্ছে সেক্টর ফাইভ-হলদিয়া মেট্রোর পথ চলা! কবে? মিলল বিরাট আপডেট
চলতি মরসুমে বারংবার মার খেয়েছে নাইটদের মিডল অর্ডার। গতকালও সেই ছবি একফোঁটাও বদলায়নি। এদিন রাহানে, ভেঙ্কটেশদের লড়াই শেষে কলকাতার দুঃসময়ে রমনদীপ, রঘুবংশী, আন্দ্রে রাসেল কেউই দলের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারেননি। তবে শেষ দিকে প্রাণপণ চেষ্টা করেছিলেন রিঙ্কু সিং। তবে ম্যাচ শেষে লাভের গুড় খেয়েছে লখনউই।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.