লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs LSG: রামবনমীর দিন ইডেনেই হবে KKR Vs LSG ম্যাচ? কোমর বাঁধলেন খোদ সৌরভ | Sourav Takes A Step To Resolve KKR Vs LSG Match Issue In Eden

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিল ইডেনেই হবে ম্যাচ! রামনবমীর দিন KKR বনমা লখনউয়ের ম্যাচ (KKR Vs LSG) বাঁচাতে ময়দানে নামলেন খোদ সৌরভ গাঙ্গুলি। নাইটদের ম্যাচ যাতে কলকাতা থেকে অন্য শহরে চলে না যায় সেজন্যই এবার প্রাণপণ চেষ্টা করবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ম্যাচ আয়োজন করা অসম্ভব

আগামী 6 এপ্রিল, রবিবার রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। এদিন তিলোত্তমার রাজপথে ধর্মীয় উৎসব উপলক্ষে বহু শোভাযাত্রা থেকে শুরু করে মিছিল বের হবে। সাম্প্রতিক সময়ে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও যথেষ্ট স্পষ্ট। তাই দগদগে ক্ষততে যাতে নতুন করে আঘাত না আসে সেজন্যই প্রচন্ড সতর্ক কলকাতা পুলিশ।

READ MORE:  Bumrah Injury: চোট কাটল বুমরাহর! খেলবেন চ্যাম্পিয়নস ট্রফিতে? ভারতীয় পেসারকে নিয়ে বিরাট আপডেট | Team India Pacer Jasprit Bumrah's Injury

মূলত একই দিনে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ থাকায় IPL ম্যাচটিতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলেই সিএবিকে চিঠি দিয়েছিল কেপি। সম্প্রতি সেই চিঠির উত্তরে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ইডেনে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর এরপরই ইডেনের বিকল্প ময়দান হিসেবে গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছিল। এহেন আবহে, শোনা যাচ্ছে নাকি দাদা সৌরভের চেষ্টাতেই ইডেনে বাঁচতে পারে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ। কিন্তু কীভাবে? কোন পথে হাঁটবেন মহারাজ? ।

READ MORE:  Legendary Indian Cricketer Died: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার | Legendary Indian Cricketer Died

কোন পথে হাঁটলেন দাদা?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ইডেনে যাতে 6 এপ্রিলের ম্যাচ আয়োজন করা যায়, সেজন্য নাকি ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সাথে আলোচনা সেরেছেন দাদাগিরির সঞ্চালক। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে ইডেনেই KKR বনাম LSG-র ম্যাচ আয়োজন করা যায় কিনা সে বিষয়েও দীর্ঘ বাক্য চলাচালি চলেছে। আসলে ইডেনে লখনউয়ের ম্যাচ নিয়ে বিশেষ উন্মাদনা রয়েছে কলকাতাবাসির মধ্যে।

অবশ্যই পড়ুন: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন?

আর সেই উন্মাদনাকে প্রাধান্য দিয়েই ক্রিকেটের নন্দনকানন থেকে ম্যাচ হাতছাড়া করতে চাইছেন না দাদা সৌরভ গাঙ্গুলি। বলে রাখি, এর আগেও বহুবার ক্রিকেট নিয়ে নানান জটিল সমস্যার সমাধান এসেছিল মহারাজের হাত ধরেই। কাজেই এখন দেখার, দাদার অংশগ্রহণে 6 এপ্রিলের ম্যাচ ইডেনে আয়োজিত হয় কিনা।

READ MORE:  Shahid Afridi: জামাইকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ! শাহিনের উপর রেগে লাল আফ্রিদি | Shahid Afridi Advised To Rest Shaheen In Final T20 Match Aginst New Zealand
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.