লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs MI: ৪ কারণে চেনা পিচেও KKR-কে জেতাতে পারেননি রাহানে | KKR Lost For These 4 Reasons

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবার হারল KKR। বেঙ্গালুরুর বিপক্ষে গলদঘর্ম অবস্থার পর সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ফের লজ্জায় ফিরল নাইটরা। এদিন টস ভাগ্য হার্দিক পান্ডিয়ার দিকে ফেরায় অগত্যা প্রথমে ব্যাট করতে নেমে একেবারে ধ্বসে যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকাল ব্যাটিং থেকে বোলিং, কোনও ক্ষেত্রেই সাহসী ক্রিকেট খেলতে পারেনি অজিঙ্কা রাহানের দল। যার জেরে মুম্বইয়ের প্রথম টোপ হয়েছে তারা। কিন্তু কেন এমন দুরবস্থা হল কলকাতার? নাইটদের হারের 4 কারণ দেখে নিন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ব্যাটিং বিপর্যয়

সোমবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা আরও একবার দেখতে হল ভক্তদের। এদিন কুইন্টন ডি ক’ক থেকে শুরু করে অধিনায়ক অজিঙ্কা রাহানে কিংবা আন্দ্রে রাসেল কেউই দলের হয়ে ভরসাযোগ্য ইনিংস খেলতে পারেননি। টপ অর্ডার তো বটেই সেই সাথে মিডল অর্ডার নিয়ে চেনা শত্রুর সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ খানের দল।

READ MORE:  ICC Champions Trophy: ভারতের পর এবার পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত আম্পায়ারেরও, চ্যাম্পিয়নস ট্রফিতে শোরগোল | Umpire NItin Menon Will Not Going To Pakistan

এদিন পাওয়ার প্লেতেই নাইটদের একের পর এক উইকেট ভাঙতে থাকে। যে রিঙ্কু এক প্রকার মিডিল অর্ডারের প্রায় শেষে ব্যাট করতে আসেন গতকাল তাঁকেই পাওয়ার প্লে চলাকালীন মাঠে নামতে হয়েছিল। কাজেই বলা যায়, গোটা দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে সোমবার লজ্জার পরাজয় দেখেছে KKR।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অজিঙ্কা রাহানের নেতৃত্ব

গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবিলের ছবি বদলে দিয়েছে মুম্বই। তবে নাইটদের এমন দুঃসময়ের বড় কারণ হিসেবে অধিনায়ক রাহানের নেতৃত্বের দিকে আঙুল তুলছেন অনেকেই। কেননা, যে রাহানে ওয়াংখেড়ের পিচে খেলেই বড় হয়ে উঠেছেন, যাঁর জন্ম, কর্ম সবই ওই শহরে, সেই রাহানেই টস পর্ব চলাকালীন জানিয়েছিলেন, তিনি ওয়াংখেড়ের পিচ বুঝে উঠতে পারছেন না।

READ MORE:  Ranji Trophy: IPL-র আগেই বিধ্বংসী ফর্ম, KKR-এ ভিড়তেই খুলল কপাল! ৪৯ তম সেঞ্চুরি নাইট তারকার | Kolkata Knight Riders Batsman Ajinkya Rahane Form

কাজেই এমন একজন ক্রিকেটারই যদি চেনা পিচের চরিত্র বুঝতে না পারেন সেক্ষেত্রে, ম্যাচের ভবিষ্যৎ যা হওয়ার গতকাল সেটাই হয়েছে। একেবারে শূন্য পরিকল্পনা নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেই গো হারা হেরেছে কলকাতা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

তুখোড় পেসারের অনুপস্থিতি

গতকাল ওয়াংখেড়ের পিচ পেসারদের সহায় হয়েছিল, তবে এমন পিচেই মনিশ পান্ডেকে নামাতে গিয়ে দলের মূল পেসার বৈভব আরোকে বাদ দিয়েছিল KKR। আর সেই ভুলের মাসুলই ইঞ্চিতে ইঞ্চিতে গুনতে হল রাহানেদের। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকাল যদি আরোরাকে মাঠে নামানো হতো সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারতো নাইটরা।

অবশ্যই পড়ুন: শীঘ্রই মশাল ব্রিগেডে যোগ দেবেন সিংটো, প্রাক্তন হায়দরাবাদ কোচকে কোন পদে বসাবে ইস্টবেঙ্গল?

বরুণের ব্যর্থতা

গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে নায়ক বরুণ চক্রবর্তীকে নিয়ে আশায় বুক বেঁধেছিল কলকাতার নাইট রাইডার্স। সেই মতো, বেঙ্গালুরুর বিপক্ষে হারের ম্যাচেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে রাজস্থানের বিপক্ষে গুয়াহাটির ময়দানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেল দেখান চক্রবর্তী। তবে গতকাল মুম্বইয়ের বিপক্ষে যেন তাঁর ফর্ম উধাও হয়ে গিয়েছিল। এদিন 3 ওভার বল করেও দলকে একটি উইকেটেও উপহার দিতে পারেননি বরুণ। যা নাইটদের জন্য সত্যিই যন্ত্রণার।

READ MORE:  IPL 2011: ৫ মিনিটে ৪০০ মেসেজ, KKR থেকে গাঙ্গুলিকে বাদ দিতেই বিপত্তি! জানুন নাইট শিবিরের অজানা গল্প | When Kolkata Knight Riders Did Not Retain Sourav Ganguly
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.