KKR Vs PBKS: শ্রেয়সদের বিরুদ্ধে নাইট শিবিরে বড় চমক! পাঞ্জাবের ম্যাচে কেমন হবে KKR-র একাদশ? | Possible Playing XI Of KKR Against PBKS
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেন্নাইয়ের ঘরের মাঠেই জাত চিনিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। দলের নেতৃত্ব কাঁধে নিয়েও ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার, মাহি বাহিনীকে একেবারে নাকানি-চোবানি খাইয়ে 8 উইকেটে বড় জয় তুলেছে অজিঙ্কা রাহানের দল। কর্ণধার শাহরুখ খানের আবেগ ঘন বার্তার পরই যেন পুরনো ছন্দে ফিরে এসেছে নাইটরা।
যার জেরে বদলে গিয়েছে পয়েন্ট তালিকার চেহারা। তবে আপাতত, জয় ভুলে প্রীতির পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামতে জোর কদমে প্রস্তুতি সারছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে মাঠে নামবেন রিঙ্কু, রাসেল সকলেই। কাজেই, পাঞ্জাবের বিরুদ্ধে জয় তুলতে একেবারে প্রাণপণ চেষ্টা করবে কলকাতা। কেমন হবে নাইট বাহিনীর প্রথম একাদশ? রইল বিস্তারিত।
সূত্র মারফত যা খবর, চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে কলকাতা। সে ক্ষেত্রে, নাইটদের ওপেনিংয়ের দায়িত্বে থাকবেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি ক’ক ও পুরনো সঙ্গী সুনীল নারিন। তবে শেষ পর্যন্ত যদি ওপেনিংয়ে বদল আসে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না।
খোঁজ নিয়ে জানা গেল, পুরনো ভুল ত্রুটি শুধরে চেন্নাইয়ের জয়ের পর এবার পাঞ্জাবের বিরুদ্ধেও মিডিল অর্ডারে বেশ কিছু চমক রাখতে পারে কলকাতা। সে ক্ষেত্রে, বেশ কয়েকজন ব্যাটারকে এগিয়ে নিয়ে আসা হতে পারে। যদিও তীব্র সমালোচনার পর, শেষ ম্যাচে রিঙ্কু সিংকে 4 নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব দিয়েছিল নাইট রাইডার্স। মনে করা হচ্ছে, আগামী ম্যাচেও একই ভূমিকায় থাকতে পারেন রিঙ্কু।
বৈভব আরোরা থেকে শুরু করে মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারিন গত ম্যাচে উইকেট পেয়েছেন নাইটদের ৫ বোলারই। ফলত, বোলারদের বড় সাফল্যের পর খুব সম্ভবত পাঞ্জাবের বিরুদ্ধেও একই থাকবে কলকাতার বোলিং বিভাগ। তবে, এনরিখ নরকিয়া পাঞ্জাবের ম্যাচে থাকছেন কিনা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও বেশ কয়েকটি সূত্র বলছে, পাঞ্জাবের বিরুদ্ধে না হলেও খুব শীঘ্রই তাঁকে কলকাতার জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে।
অবশ্যই পড়ুন: ISL-এ ধনবর্ষা! হেরেও মোটা অঙ্ক ঘরে তুলেছে বেঙ্গালুরু, কাপ জিতে কত পেল মোহনবাগান?
কুইন্টন ডিক’ক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমণদীপ সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
This website uses cookies.