লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs PBKS: ৪ কারণে শ্রেয়স আইয়ারদের কাছে গো হারা হারতে পারে KKR! | KKR May Lost Against PBKS For These 4 Reasons

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ গড়াবে পাঞ্জাবের ঘরের মাঠে, ফলত বাড়তি দুশ্চিন্তার তো রয়েছেই। তবে প্রতিপক্ষের জয়ের পথে কাঁটা হয়ে উঠতে চেয়েও 4 বড় সমস্যার কারণে বিপদ বাড়তে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দুশ্চিন্তা ঘাড়ে নিয়েই মাঠে নামছে KKR

মঙ্গলবার, বাংলা বছরের প্রথম দিনেই কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ PBKS। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছে তারা। কাজেই প্রতিপক্ষের ভিত শক্ত থাকায়, সহজে তাদের গুঁড়িয়ে দেওয়া যাবে না। তার ওপর আবার অ্যাওয়ে ম্যাচ। হ্যাঁ, এই সব কিছু জেনেই শত্রুদের বিরুদ্ধে পরিকল্পনা সাজাচ্ছে নাইট ম্যানেজমেন্ট। তবে সূত্রের খবর, শত পরিকল্পনা সত্বেও মূলত 4 সমস্যার কারণে বড়সড় বিপদে পড়তে পারে কলকাতা। কী সেগুলি?

READ MORE:  India Vs England: 'আমি সিনেমা দেখছিলাম, মধ্যরাতে ফোন করেন রোহিত', প্রত্যাবর্তনের কাহিনী শোনালেন শ্রেয়স | Shreyas Iyer Over Rohit Sharma Phone Call

প্রথম সমস্যা

পাঞ্জাবের বিরুদ্ধে মঙ্গলবারের সন্ধ্যায় KKR-র হারের কারণ হয়ে উঠতে পারেন পাঞ্জাবের নব নিযুক্ত অধিনায়ক তথা নাইটদের প্রাক্তন নেতা শ্রেয়স আইয়ার। সূত্র বলছে, ভারতীয় তারকার দুরন্ত ফর্ম ও গোছানো ক্রিকেট দেখেই কার্যত চিন্তায় পড়ে গিয়েছে নাইটরা। তার ওপর বাড়তি পাওনা হিসেবে কলকাতা নাইট রাইডার্স দল তাঁর পুরোপুরি চেনা। দলের হাঁড়ির খবর প্রায় সবটাই জানেন তিনি। কাজেই কলকাতার জয়ের পথে আইয়ার যে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন, এ কথা বুঝতে বাকি নেই আর কারোরই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দ্বিতীয় সমস্যা

অজিঙ্কা রাহানে বাহিনীর জয়ের পথে বড়সড় সমস্যা হয়ে উঠতে পারে মুল্লানপুরের মাঠ। এই 22 গজ অন্যান্য মাঠগুলির তুলনায় অনেকটাই ছোট। ফলত, আজ হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সাথেই, পাঞ্জাবের ঘরের মাঠে কলকাতার মূল চালিকাশক্তি স্পিন অ্যাটক একেবারে মুখ থুবড়ে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

READ MORE:  KKR Vs PBKS: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার | Shreyas Reveals The Reason Of Win Against KKR

তৃতীয় সমস্যা

অ্যাওয়ে ম্যাচে কলকাতার সাফল্যের পথে কাঁটা হয়ে উঠতে পারে পাঞ্জাবের পেসাররা। খোঁজ নিয়ে জানা গেল, মুল্লানপুরের মাঠে উইকেট বেশ প্রাণবন্ত। ফলত, উভয় দলের পেসাররাই আজ সুবিধা পেতে চলেছেন। পাঞ্জাবের হয়ে খেল দেখাতে পারেন মার্কো জনসেন, আর্শদীপ সিংরা।

অবশ্যই পড়ুন: বালোচ আর্মির ভয়ে সিঁটিয়ে পাকিস্তান সেনা, রাতে ট্রেন চালাতে ভয় পাচ্ছে রেল! আতঙ্কে সরকার

চতুর্থ সমস্যা

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের হারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে ধারাবাহিকতার অভাব। এ মরসুমে রাহানের নেতৃত্বে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পরপর দুটি ম্যাচ জিততে পারেনি নাইটরা। ফলত, শেষ ম্যাচে জয়ে ফিরলেও, পাঞ্জাবের বিরুদ্ধে KKR সাফল্য নিশ্চিত করে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে সমর্থকদের মধ্যেই।

READ MORE:  KKR Vs SRH: IPL-এ এই কীর্তি গড়া প্রথম প্লেয়ার হলেন নারিন, ইতিহাস KKR প্লেয়ারের | Narine Completed 200 Wickets In IPL

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.