KKR Vs PBKS: কোটি কোটি টাকা জলে! KKR-র লজ্জার হারের মূল ভিলেন হয়ে উঠলেন এই প্লেয়ার | KR Lost Again Because Of This Player
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাই সত্যি হল! পাঞ্জাবের বিরুদ্ধে হেরে ফের ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মঙ্গলবার বাংলা নববর্ষের সন্ধ্যায়, একেবারে লজ্জার পরাজয় দেখেছে অজিঙ্কা রাহানের দল। এরাই নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? গতকালের ম্যাচে চ্যাম্পিয়নদের ছন্দ কেটেছে বারবার। মাত্র 112 রান তাড়া করতে নেমে উজাড় হয়েছে গোটা দল।
শত চেষ্টা সত্ত্বেও, 100 রানের গণ্ডি ছুঁতে পারেনি 3 বারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে হারের পরই মূল ভিলেন হয়ে দাঁড়িয়েছেন নাইট শিবিরের পুরনো যোদ্ধা আন্দ্রে রাসেল। বিশেষজ্ঞ মহলের দাবি, রাসেল চাইলে একাই কলকাতার জয় নিশ্চিত করতে পারতেন, তবে সেই যাত্রায় ব্যর্থ হয়েছেন তিনি। আর এরপরই প্রশ্ন উঠছে, 12 কোটি দিয়ে তাঁকে ধরে রাখা কি যথাযথ?
গত নভেম্বরে IPL 2025 নিলাম পর্বের আগেই তড়িঘড়ি ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে 12 কোটির বিনিময়ে রিটেন করে নেয় KKR। আর এরপর থেকেই তাঁকে নিয়ে নতুন মরসুমের স্বপ্ন দেখতে শুরু করেছিল নাইট ম্যানেজমেন্ট। তবে চলতি সিজনের একেবারে উদ্বোধনী ম্যাচ থেকেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রাসেল। পরবর্তী জয়ের আসরেও নিজের সেরাটা দেখাতে পারেননি তিনি।
বল হাতে সাম্প্রতিক সময়ে কয়েকটা উইকেট নিয়েছেন ঠিকই, তবে ব্যাট হাতে সেই রাসেল মাসেলকে দেখার সৌভাগ্য হয়নি দর্শকের। গতকাল পাঞ্জাবের বিপক্ষেও সেরা ভূমিকায় দেখা যায়নি তাঁকে। আর এরপরই প্রশ্ন উঠছে, আন্দ্রের ফিটনেস নিয়ে। সেই সাথেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার আর্জিও জানাচ্ছেন অনেকেই। ওয়াকিবহাল মহল বলছে, নিজের ক্রিকেট কেরিয়ারের সেরা সময় কাটিয়ে এসেছেন তিনি। এখন তাঁর বিশ্রামের প্রয়োজন! তবে সমর্থকদের মধ্যে একটা অংশের দাবি, রাসেল ফর্মে ফিরবেন, তবে তাঁকে 12 কোটি দিয়ে দলে রাখাটা ততটাও যুক্ত নয়।
অবশ্যই পড়ুন: নবান্নের নির্দেশে প্রত্যাবর্তন? মোহনবাগানে আসতে চলেছেন বড় ব্যক্তিত্ব
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স থেকে ক্যারিবিয়ান তারকা রাসেলকে বাদ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল নানা মহলে। অনেকেই মনে করছিলেন, ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে তাঁকে আর দলে রাখবে না নাইট ম্যানেজমেন্ট! যদিও KKR-র তরফে এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, রাসেল যদি আগামী ম্যাচগুলিতেও ফেল হন তবে তাঁকে বসিয়ে নতুন খেলোয়াড়দের জায়গা দিতে পারে কলকাতা।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.