KKR Vs PBKS: দুই প্লেয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, লজ্জা বাড়ল KKR-র | KKR Is In Shame
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পাঞ্জাবের 112 রান তাড়া করতে গিয়ে একেবারে নাকানি চোবানি খেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফলত সামান্য রানে হারের পর একেবারে লজ্জায় মাথা কাটা গিয়েছে অজিঙ্কা রাহানে বাহিনীর! এমতাবস্থায়, কলকাতার লজ্জা আরও বাড়ালেন দুই নাইট তারকা। খোঁজ নিয়ে জানা গেল, পাঞ্জাবের ম্যাচের ফাঁকেই KKR প্লেয়ারদের ব্যাট পরীক্ষা করছিলেন আম্পায়ার। আর তাতেই হাঁটে হাড়ি ভাঙে KKR-র দুই বিদেশির!
এ মরসুমে ক্রিকেটারদের ব্যাট পরীক্ষার নতুন নিয়ম চালু করেছে IPL। মূলত উদ্যোক্তাদের নির্দেশে ম্যাচের মাঝেই ক্রিকেটারদের ব্যাট পরীক্ষা করে নিচ্ছেন আম্পায়াররা। জানিয়ে রাখি, আম্পায়ারদের কাছে একটি নির্দিষ্ট মাপ দেওয়া থাকে। আর সেই মাপ অনুযায়ী ক্রিকেটারদের ব্যাট কতটা মসৃণ তা খতিয়ে দেখেন তাঁরা। পাঞ্জাব বনাম কলকাতার ম্যাচেও হয়েছে সেই পরীক্ষা। আর তাতেই একেবারে ডাহা ফেল করেছেন কলকাতার দুই তাবড় সুনীল নারিন ও এনরিখ নরকিয়া। ঠিক কোন ভুলে ধরা পড়লেন দুজন?
মঙ্গলবার KKR-র ইনিংস শুরু হওয়ার আগে ডাগআউটের একেবারে পাশে দাঁড়িয়ে ব্যাট পরীক্ষা করছিলেন আম্পায়ার সৈয়দ খালিদ। আম্পায়ারের একেবারে সামনে দাঁড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই তুখড় তারকা সুনীল নারিন ও অঙ্গকৃষ রঘুবংশী। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নারিন যে ব্যাট নিয়ে খেলতে নামবেন, তা একেবারে সরজমিনে পরীক্ষা করে দেখছেন আম্পায়ার।
তবে, নারিনের ব্যাট হাতে নিয়ে পরীক্ষা করতেই আম্পায়ার বুঝতে পারেন, ব্যাটের মসৃণতা ঠিক ছিল না। অর্থাৎ মাপ অনুযায়ী তা মসৃণ ভাবে যাচ্ছিল না। প্রথম দিকে হিসেব বুঝতে না পেরে আম্পায়ার তাঁর ব্যাট বারবার পরীক্ষা করছিলেন। তবে প্রতিবারই নির্দিষ্ট মাপের হিসেবে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে পাশে দাঁড়িয়ে থাকা আরেক নাইট তারকা রঘুবংশীর ব্যাট একেবারে নির্দিষ্ট মাপের ছিল বলেই জানা গিয়েছে।
অবশ্যই পড়ুন: মিলবে পেনশন, স্বাস্থ্যবীমা? শ্রম মন্ত্রকের সঙ্গে চুক্তি Swiggy-র! হবে ১০-১২ লাখ চাকরি
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের ইনিংস যখন একেবারে শেষের দিকে ঠিক তখনই আরেক নাইট তারকা নরকিয়ার ব্যাট পরীক্ষা করে দেখেন আম্পায়ার। আর তাতেও মেলে অসঙ্গতি। জানা যায়, প্রোটিয়া পেসার যে ব্যাট নিয়ে মাঠে নামছিলেন তা নির্দিষ্ট মাপের মধ্যে দিয়ে যাচ্ছিল না। ফলত, শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়ে আম্পায়ারের নির্দেশে ব্যাট বদলাতে হয় তাঁকে। সব মিলিয়ে, পাঞ্জাবের বিরুদ্ধে একেবারে লজ্জার হারের পর দুই তারকাকে নিয়ে কার্যত নাক কাটা গিয়েছে KKR-র! যদিও নাইট ভক্তদের একাংশের দাবি, মূলত প্রতারণার শিকার হয়েছেন সুনীল নারিন ও নরকিয়া। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেনি নাইট ম্যানেজমেন্ট।
সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employee)? তাহলে আজকের এই প্রতিবেদনটি…
ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
This website uses cookies.