লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs PBKS: শ্রেয়সদের বিরুদ্ধে নাইট শিবিরে বড় চমক! পাঞ্জাবের ম্যাচে কেমন হবে KKR-র একাদশ? | Possible Playing XI Of KKR Against PBKS

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেন্নাইয়ের ঘরের মাঠেই জাত চিনিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। দলের নেতৃত্ব কাঁধে নিয়েও ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার, মাহি বাহিনীকে একেবারে নাকানি-চোবানি খাইয়ে 8 উইকেটে বড় জয় তুলেছে অজিঙ্কা রাহানের দল। কর্ণধার শাহরুখ খানের আবেগ ঘন বার্তার পরই যেন পুরনো ছন্দে ফিরে এসেছে নাইটরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যার জেরে বদলে গিয়েছে পয়েন্ট তালিকার চেহারা। তবে আপাতত, জয় ভুলে প্রীতির পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামতে জোর কদমে প্রস্তুতি সারছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে মাঠে নামবেন রিঙ্কু, রাসেল সকলেই। কাজেই, পাঞ্জাবের বিরুদ্ধে জয় তুলতে একেবারে প্রাণপণ চেষ্টা করবে কলকাতা। কেমন হবে নাইট বাহিনীর প্রথম একাদশ? রইল বিস্তারিত।

READ MORE:  The Hundred League: IPL শুরু আগেই ঝটকা খেলেন KKR-র মালিক শাহরুখ খান | Bad News For Kolkata Knight Riders Owner Shah Rukh Khan

ওপেনিং জুটি

সূত্র মারফত যা খবর, চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে কলকাতা। সে ক্ষেত্রে, নাইটদের ওপেনিংয়ের দায়িত্বে থাকবেন প্রোটিয়া তারকা কুইন্টন ডি ক’ক ও পুরনো সঙ্গী সুনীল নারিন। তবে শেষ পর্যন্ত যদি ওপেনিংয়ে বদল আসে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মিডল অর্ডারে চমক!

খোঁজ নিয়ে জানা গেল, পুরনো ভুল ত্রুটি শুধরে চেন্নাইয়ের জয়ের পর এবার পাঞ্জাবের বিরুদ্ধেও মিডিল অর্ডারে বেশ কিছু চমক রাখতে পারে কলকাতা। সে ক্ষেত্রে, বেশ কয়েকজন ব্যাটারকে এগিয়ে নিয়ে আসা হতে পারে। যদিও তীব্র সমালোচনার পর, শেষ ম্যাচে রিঙ্কু সিংকে 4 নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব দিয়েছিল নাইট রাইডার্স। মনে করা হচ্ছে, আগামী ম্যাচেও একই ভূমিকায় থাকতে পারেন রিঙ্কু।

READ MORE:  Yogi Gave Gift To LSG Captain: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ | Yogi Gave Gift To Pant

বোলিং বিভাগে বদল আসবে?

বৈভব আরোরা থেকে শুরু করে মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারিন গত ম্যাচে উইকেট পেয়েছেন নাইটদের ৫ বোলারই। ফলত, বোলারদের বড় সাফল্যের পর খুব সম্ভবত পাঞ্জাবের বিরুদ্ধেও একই থাকবে কলকাতার বোলিং বিভাগ। তবে, এনরিখ নরকিয়া পাঞ্জাবের ম্যাচে থাকছেন কিনা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও বেশ কয়েকটি সূত্র বলছে, পাঞ্জাবের বিরুদ্ধে না হলেও খুব শীঘ্রই তাঁকে কলকাতার জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে।

অবশ্যই পড়ুন: ISL-এ ধনবর্ষা! হেরেও মোটা অঙ্ক ঘরে তুলেছে বেঙ্গালুরু, কাপ জিতে কত পেল মোহনবাগান?

পাঞ্জাবের বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিক’ক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমণদীপ সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।

READ MORE:  Mohun Bagan: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে | MBSG Signs Molina For Next Season

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.