KKR Vs PBKS: ৪ কারণে শ্রেয়স আইয়ারদের কাছে গো হারা হারতে পারে KKR! | KKR May Lost Against PBKS For These 4 Reasons
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ গড়াবে পাঞ্জাবের ঘরের মাঠে, ফলত বাড়তি দুশ্চিন্তার তো রয়েছেই। তবে প্রতিপক্ষের জয়ের পথে কাঁটা হয়ে উঠতে চেয়েও 4 বড় সমস্যার কারণে বিপদ বাড়তে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
মঙ্গলবার, বাংলা বছরের প্রথম দিনেই কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ PBKS। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছে তারা। কাজেই প্রতিপক্ষের ভিত শক্ত থাকায়, সহজে তাদের গুঁড়িয়ে দেওয়া যাবে না। তার ওপর আবার অ্যাওয়ে ম্যাচ। হ্যাঁ, এই সব কিছু জেনেই শত্রুদের বিরুদ্ধে পরিকল্পনা সাজাচ্ছে নাইট ম্যানেজমেন্ট। তবে সূত্রের খবর, শত পরিকল্পনা সত্বেও মূলত 4 সমস্যার কারণে বড়সড় বিপদে পড়তে পারে কলকাতা। কী সেগুলি?
পাঞ্জাবের বিরুদ্ধে মঙ্গলবারের সন্ধ্যায় KKR-র হারের কারণ হয়ে উঠতে পারেন পাঞ্জাবের নব নিযুক্ত অধিনায়ক তথা নাইটদের প্রাক্তন নেতা শ্রেয়স আইয়ার। সূত্র বলছে, ভারতীয় তারকার দুরন্ত ফর্ম ও গোছানো ক্রিকেট দেখেই কার্যত চিন্তায় পড়ে গিয়েছে নাইটরা। তার ওপর বাড়তি পাওনা হিসেবে কলকাতা নাইট রাইডার্স দল তাঁর পুরোপুরি চেনা। দলের হাঁড়ির খবর প্রায় সবটাই জানেন তিনি। কাজেই কলকাতার জয়ের পথে আইয়ার যে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন, এ কথা বুঝতে বাকি নেই আর কারোরই।
অজিঙ্কা রাহানে বাহিনীর জয়ের পথে বড়সড় সমস্যা হয়ে উঠতে পারে মুল্লানপুরের মাঠ। এই 22 গজ অন্যান্য মাঠগুলির তুলনায় অনেকটাই ছোট। ফলত, আজ হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সেই সাথেই, পাঞ্জাবের ঘরের মাঠে কলকাতার মূল চালিকাশক্তি স্পিন অ্যাটক একেবারে মুখ থুবড়ে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যাওয়ে ম্যাচে কলকাতার সাফল্যের পথে কাঁটা হয়ে উঠতে পারে পাঞ্জাবের পেসাররা। খোঁজ নিয়ে জানা গেল, মুল্লানপুরের মাঠে উইকেট বেশ প্রাণবন্ত। ফলত, উভয় দলের পেসাররাই আজ সুবিধা পেতে চলেছেন। পাঞ্জাবের হয়ে খেল দেখাতে পারেন মার্কো জনসেন, আর্শদীপ সিংরা।
অবশ্যই পড়ুন: বালোচ আর্মির ভয়ে সিঁটিয়ে পাকিস্তান সেনা, রাতে ট্রেন চালাতে ভয় পাচ্ছে রেল! আতঙ্কে সরকার
মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের হারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে ধারাবাহিকতার অভাব। এ মরসুমে রাহানের নেতৃত্বে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পরপর দুটি ম্যাচ জিততে পারেনি নাইটরা। ফলত, শেষ ম্যাচে জয়ে ফিরলেও, পাঞ্জাবের বিরুদ্ধে KKR সাফল্য নিশ্চিত করে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে সমর্থকদের মধ্যেই।
রিয়েলমি সম্প্রতি ভারতে দুটি বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। এই দুটি হ্যান্ডসেট হল Realme Narzo 80…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার নাইট রাইডার্সের হারের মাঝেই ইতিহাস লিখলেন সুনীল নারিন! বাংলা নববর্ষের রাতে…
জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড Acer শেষমেশ স্মার্টফোন বাজারে প্রবেশ করল। সংস্থাটি তাদের প্রথম স্মার্টফোন Acer Super…
প্রীতি পোদ্দার, কলকাতা: সক্কাল সক্কাল ফের রেল অবরোধ (Rail Blockade) শিয়ালদহ দক্ষিণ শাখায়। অফিস টাইমে…
সৌভিক মুখার্জী, কলকাতা: তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি সংস্থা ফক্সকন (Foxconn) আবারো ভারতের মাটিতে ব্যবসার বীজ বুনতে…
এমন একটা সময় ছিল, যখন ১ জিবি ডেটা কিনতে গেলে গুনতে হতো মোটা টাকা। কিন্তু…
This website uses cookies.