লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs PBKS: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার | Shreyas Reveals The Reason Of Win Against KKR

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে হিসেব মেটানোর ম্যাচ ছিল তাঁর। সেই অসরে পাঞ্জাবকে একেবারে সুকৌশলে নেতৃত্ব দিয়ে জয় নিশ্চিত করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। অনেকেই মনে করছেন, তাঁকে ছেড়ে দেওয়ার যোগ্য জবাব পেয়েছে KKR! বাংলা নববর্ষের রাতে ম্যাচ শেষেই অল্পরানের গণ্ডিতে নাইটদের বেঁধে ফেলার রহস্য ফাঁস করলেন শ্রেয়স। কী বললেন প্রীতির পাঞ্জাবের সেনাপতি?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ম্যাচ শেষেই জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার

মঙ্গলবার কলকাতার বিরুদ্ধে জয় নিশ্চিত করেই PBKS সেনাপতি আইয়ার বলেন, এই জয় শব্দে বর্ণনা করা যাবে না। আমি শুধু আমার সহজাত খেলার ওপর জোর দিয়েছিলাম। একেবারে শুরুর দিকেই বুঝতে পেরেছিলাম পিচে বল ঘুরছে। তাই যুজিকে মাথা ঠান্ডা রেখে বল করতে বলছিলাম। আমাদের আক্রমণাত্মক হওয়া দরকার ছিল। আমাদের ভাগ্য ভাল যে ফিল্ডাররা সঠিক জায়গায় উপস্থিত ছিলেন। এই ম্যাচ ভাষায় বিশ্লেষণ করাটা যথেষ্ট কঠিন কাজ। কলকাতার বিরুদ্ধে জয়টা দারুণ অনুভূতির।

READ MORE:  Team India: অসুস্থ টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার, বোলিং বিভাগকে শক্ত করতে ফিরছেন আরেক তারকা | ICC Champions Trophy India Vs New ZeaLand

গতকাল নিজেদের সেরাটা দিয়ে আক্রমণ শানাতে চেয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানেরা। তা সত্ত্বেও কীভাবে জিতল PBKS? আইয়ার জানিয়েছেন, 2 ওভারে পাওয়া দুটো উইকেটে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তবে কলকাতার দুজন ব্যাটারকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। ওরা নিজেদের দিকে ম্যাচ ঘুরিয়ে নিয়েছিল প্রায়! ঠিক সেই সময় যুজি আসে, ও বল ঘোরানো শুরু করতেই নতুন করে উইকেট পাওয়ার আশা তৈরি হয়েছিল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সেভাবেই ফিল্ডিং সাজাতে শুরু করি। মূলত আগ্রাসী ফিল্ডিং সাজিয়েছিলাম। একেবারে KKR প্লেয়ারদের সামনে দাঁড়িয়েছিল ফিল্ডাররা, আসলে আমরা চেয়েছিলাম, আটসাট ফিল্ডিং দেখে ওরা যেন ভুল করে। আর সেটাই হয়েছে। কলকাতার খেলোয়াড়রা ফিল্ডিং দেখেই ভুল করেছে, আর সেখান থেকেই ঘুরে যায় ম্যাচ।

অবশ্যই পড়ুন: কোটি কোটি টাকা জলে! KKR-র লজ্জার হারের মূল ভিলেন হয়ে উঠলেন এই প্লেয়ার

পিচ প্রসঙ্গে কী বললেন আইয়ার?

মঙ্গলবার ম্যাচ জিতেতেই অধিনায়ক আইয়ার বলেন, এই পিচে রান করা একেবারেই সহজ ছিল না! পিচে বাউন্স একেবারে অসমান! আর সেই বৈচিত্র বুঝেই বোলারদের বল করতে বলেছিলাম। ওরা তেমনটাই করেছে। আইয়ারের সংযোজন, 16 রানে জিতেছি আমরা। এখন মনে হচ্ছে এই পিচে একদম ঠিক রানই তুলেছিলাম। সব মিলিয়ে, প্রাক্তন KKR অধিনায়কের কথায়, ঘরের মাঠের প্রকৃতি বুঝেই গতকাল জয় পেয়েছে PBKS।

READ MORE:  Mitchell Starc: দলে জায়গা দেয়নি KKR, দিল্লির জার্সি গায়ে তুলেই ক্ষমতা বোঝালেন স্টার্ক | Mitchell Starc Is In Form In DC

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.