KKR Vs RCB: প্রথম ম্যাচেই বেঙ্গালুরুকে ধরাশায়ী করবে KKR! এই শক্তিশালী একাদশ নিয়েই নামবেন রাহানে | Possible Playing 11 Of KKR Against RCB
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহুপ্রতীক্ষিত IPL শুরু হতে আর মাত্র এক সপ্তাহ। প্রথম আসরে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ক্রিকেটের নন্দনকানন ইডেনের মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম করে জয় তুলতে মরিয়া হয়ে উঠেছে শাহরুখ খানের দল।
এ মরসুমে দীর্ঘ জল্পনা কাটিয়ে অভিজ্ঞ তারকা অজিঙ্কা রাহানেকে চালকের আসনে বসিয়েছে KKR। রাহানেকে সেনাপতির দায়িত্ব দিয়ে পুরনো খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েছে নাইটরা। আর সেই পূর্ণ শক্তি নিয়েই কোহলিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কলকাতা। চলুন জেনে নিই 22 মার্চের ম্যাচে কোন একাদশ নিয়ে নামতে চলেছে KKR।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গত নভেম্বরে ওপেনার হিসেবে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকককে দলে টানে নাইট রাইডার্স। মনে করা হচ্ছে এবারের মরসুমে মূলত তাঁকে সাথে নিয়েই ওপেনিং করবেন কলকাতার পুরনো সৈনিক সুনীল নারিন। তবে সেই তালিকায় নাম জুড়বে রহমানউল্লাহ গুরবাজেরও। তবে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে নারীনের সাথে ওপেনিং করতে পারেন ডিকক।
সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট বলছে, 22 মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে রুখে দাঁড়াতে নাইটদের মিডিল অর্ডারের দায়িত্বে থাকবেন অধিনায়ক অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের বোলিং বিভাগের দায়িত্বে থাকতে পারেন মইন আলি অথবা এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, হর্ষিত রান ও বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, বোলিং বিভাগে থাকছেন অলরাউন্ডার রাসেলও।
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ষড়যন্ত্র? ক্রিকেটের সবথেকে বড় উৎসব থেকে বাদ টিম ইন্ডিয়া!
সুনীল নারিন, কুইন্টন ডি কক/রহমানউল্লাহ গুরবাজ(উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার(সহ অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, মইন আলি/এনরিখ নরকিয়া, বৈভব অরোরা, হর্ষিত রান ও বরুণ চক্রবর্তী
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.