বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবাসরীয় ম্যাচে (KKR Vs RCB) নানান মোমেন্টাম উপভোগ করেছেন দর্শকরা। এদিন অজিঙ্কা রাহানে 3.O-র ব্যাটিং জলবা থেকে শুরু করে কোহলির অপরাজিত ইনিংসে RCB-র বড় জয়, সবই ছিল গতকালেরই ঘটনা। তবে শনির উদ্বোধনী ম্যাচের একটি ঘটনা ভক্তদের বিশেষ কৌতূহলের জায়গা তৈরি করেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তা হল, কলকাতার ইনিংস চলাকালীন আনমনে নারিনের ব্যাট উইকেটে লেগে যায়। তবে তা সত্ত্বেও আম্পায়ার নাইট তারকাকে আউট দেননি। কিন্তু কেন? কোন নিয়মে আউট হলেন না নারিন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। চলুন জেনে নিই নারিনের আউট না হওয়ার কারণ ও গোটা নিয়ম সম্পর্কে।
কেন আউট হলেন না নারিন?
ম্যাচ তখন অষ্টম ওভারে দৌড়চ্ছে। স্ট্রাইকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অস্ত্র সুনীল নারিন। এমন সময়ে, RCB বোলারের উড়ন্ত বল নারিনের মাথার ওপর থেকে বেরিয়ে গেলে তিনি কিছুটা পিছন দিকে সরে আসেন। আর ঠিক সেই সময়ে আনমনে ক্যারিবিয়ান তারকার ব্যাট গিয়ে লাগে স্ট্যাম্পে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তড়িঘড়ি RCB অধিনায়ক রজত পাতিদার ও বিরাট কোহলির তরফে আউটের আবেদন জানানো হলে আম্পায়ার তা নাকচ করে সেটিকে ওয়াইড বল ঘোষণা করেন। অর্থাৎ বলটি ডেড বল হয়েছিল। এখন প্রশ্ন তাহলে কি এই কারণেই আউট হননি নারিন?
এই নিয়মে আউট হননি সুনীল নারিন
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবারের ম্যাচে নারিনের ব্যাট স্টাম্প ছুঁলেও তাঁকে আউট দেওয়া হয়নি, মূলত ডেড বলের কারণে। নিয়ম বলছে, নাইট তারকার উচ্চতা অনুযায়ী বলটি অনেকটাই ওপর দিয়ে গিয়েছিল। আর সেই কারণেই আম্পায়ার তড়িঘড়ি পুরনো নিয়ম মাথায় রেখেই সেটিকে ডেড বল ঘোষণা করেন।
অবশ্যই পড়ুন: ত্রাতা সৌরভ, মহারাজের হস্তক্ষেপে ইডেনেই খেলবে KKR
নিয়মে রয়েছে, এমতাবস্থায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। জানা গেল, যে বল ডেড বল হয়, ঠিক সেই সময়কালে ব্যাটসম্যানের শরীরের কোনও অংশ বা ব্যাট গিয়ে যদি উইকেটে লাগে তবে তা হিট উইকেট হয় না। সেক্ষেত্রে, বলটি যদি ওয়াইড ঘোষণা করা না হতো, তবে আউট হতে পারতেন নারিন।