বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি নিজেই ভারতীয় ক্রিকেট দলের বড় চমক। সদ্য দলকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন। মাত্র 3 ম্যাচে অংশ নিয়ে 9 উইকেট পকেটে পুরেছেন এই মহারথী। তাঁর ঘূর্ণির জোর দুবাইয়ের 22 গজের চেনা চরিত্র বদলে দিয়েছে! এবার নামবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
শনিবাসরীয় ম্যাচে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলিদের বিপক্ষে আক্রমণ শানাতে মুখিয়ে তিনি। কার কথা বলছি? নিশ্চয়ই বুঝে গিয়েছেন! হ্যাঁ, ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী বেঙ্গালুরুর(RCB) ব্যাটারদের শায়েস্তা করতে প্রস্তুত। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তেমনটাই।
RCB কোচের গলায় বরুণের ভূয়সী প্রশংসা
IPL বোধনের ঠিক আগের দিন অর্থাৎ, শুক্রবার ভারতীয় তারকা তথা নাইটদের ব্রহ্মাস্ত্র বরুণ চক্রবর্তীকে নিয়ে মুখ খুলেছিলেন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এদিন রেড আর্মির কোচ অ্যান্ডি স্পষ্ট জানান, তাঁদের চিন্তার কারণ মূলত একজনই। তিনি আর কেউ নন, শুধুই বরুণ চক্রবর্তী। হ্যাঁ, এই কথা প্রকাশ্যে জানিয়েছেন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি নিজেই।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শুধু তাই নয়, ম্যাচের আগের দিন বরুণের প্রশংসা করে RCB কোচ বলেন, বরুণ দুর্দান্ত ফর্মে আছে। টিভিতে ওর খেলা দেখেছি। যথেষ্ট মুগ্ধ হই। শ্রদ্ধাও করি ওকে। অ্যান্ডি আরও বলেন, একথা বলতে দ্বিধা নেই, দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। তবে যদি প্রশ্ন আসে, আমাদের ব্যাটসম্যানরা কীভাবে ওকে সামলাবেন? সেক্ষেত্রে উত্তর দেওয়াটা নিছকই বোকামি হবে আর কিছু না।
কোহলিকে বল ছুঁড়তে মুখিয়ে রয়েছেন বরুণ
শুক্রবার RCB কোচের বৈঠক শেষে কলকাতার হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে বসেন তারকা স্পিনার তথা KKR-এর ঘরের ছেলে বরুণ চক্রবর্তী। এদিন তাঁকে চ্যাম্পিয়নস ট্রফি জয় থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ বদল ও খেলোয়াড়দের প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সেই সাথে বরুণের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল প্রযুক্তির এমন রমরমার মধ্যেও তাঁর বোলিং রহস্য ফাঁস হচ্ছে না কীভাবে?
এই প্রশ্নের উত্তরে বরুণ বলেন, বল মাটিতে পড়ে বাঁ দিক অথবা ডান দিকে যায়, না হলে সোজা বা সেন্টারে মুভ করে! এর থেকে বেশি তো খুব একটা কিছু হয়না। সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছিলেন চক্রবর্তী নেটে রহস্য বল করেন। কিন্তু গোপনে কোথায় অনুশীলন সারেন বরুণ? খেলোয়াড় জানিয়েছেন, আমি মূলত ঘরোয়া ক্রিকেটে নতুন বল করার চেষ্টা করি।
অবশ্যই পড়ুন: বাংলাদেশকে ঝটকা! BIMSTEC সম্মেলনে সাক্ষাৎ করবেন না মোদী? আরজি জানিয়েছিল ঢাকা
এরপরই বিরাট প্রসঙ্গে প্রশ্ন করা হলে বরুণ তৎক্ষণাৎ জবাব দেন, আমি বিরাট ভাইকে বল করার জন্য মুখিয়ে রয়েছি। বলতে পারেন রীতিমতো উত্তেজিত। হোমওয়ার্ক শেষ করেই মাঠে নামছি। নাইট তারকার এই কথাটাই বুঝিয়ে দিয়েছিল, শনিবার বল হাতে কেমন খেল দেখাতে পারেন তিনি। এদিন সতীর্থ সুনীল নারিন প্রসঙ্গেও প্রশংসা করেন নাইট তারকা চক্রবর্তী। বলেন, আমি তাঁর থেকে অনুপ্রাণিত। ওর মতোই বল করার চেষ্টা করি।