KKR Vs RCB Match Dream Team: KKR Vs RCB ম্যাচে কাদের দলে নেবেন? কে হবে অধিনায়ক! দেখুন Dream11 প্রেডিকশন | KKR Vs RCB Match Dream 11 Fantasy Team Prediction
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে KKR বনাম RCB-র উদ্বোধনী ম্যাচ (KKR Vs RCB)। দুই দলই নিজস্ব অস্ত্রে শান দিয়ে পুরোপুরি তৈরি। প্রথমবারের জন্য এ মরসুমে কোনও IPL দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার।
ভারতীয় তারকা পাতিদারের নেতৃত্বে নাইটদের বিরুদ্ধে আক্রমণ শানাতে নামবে বেঙ্গালুরু। অন্যদিকে নাইট শিবিরে রাহানের অধিনায়কত্বেরও সূচনা হবে আজ থেকেই। সবমিলিয়ে ইডেনে IPL বোধন ও উদ্বোধনী ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে ভক্তদের। চলুন ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক আজকের সেরা ড্রিম একাদশ সম্পর্কে। যা ভক্তদের ফ্যান্টাসি টিম বানাতে সাহায্য করবে।
ব্যাটসম্যান- বিরাট কোহলি, রজত পাতিদার, কুইন্টন ডি কক , রিঙ্কু সিংকে অথবা লিয়াম লিভিংস্টোন।
উইকেট কিপার- উইকেট কিপার হিসেবে ফিল সল্ট ও জিতেশ শর্মাকে রাখতে পারেন।
অলরাউন্ডার- অলরাউন্ডার হিসেবে অবশ্যই ড্রিম টিমের রাখা উচিত, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ক্রূণাল পান্ডিয়াকে।
বোলার- বলার হিসেবে ফ্যান্টাসি টিমে রাখতে পারেন বরুণ চক্রবর্তী, যশ দয়াল অথবা ভুবনেশ্বর কুমারকে।
এখনও পর্যন্ত রিপোর্ট যা বলছে, তাতে নিজের ড্রিম টিমে সুনীল নারিন অথবা বিরাট কোহলিকে অধিনায়ক করতে পারেন। সেক্ষেত্রে নারিনকে অধিনায়ক করলে সুবিধা বেশি। কেননা ব্যাট ও বল দুই ক্ষেত্রেই দুর্দান্ত ফর্মে থাকেন নারিন। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে রাখতে পারেন বিরাট কোহলি অথবা আন্দ্রে রাসেলকে। কিংবা সুনীল নারিনকে অধিনায়ক করে বিরাট কোহলিকে সহ অধিনায়কের আসনে বসিয়ে টিম বানাতে পারেন।
সুনীল নারিন, কুইন্টন ডি ক’ক(উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, অন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, এনরিখ নরকিয়া। বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
অবশ্যই পড়ুন: দোকান থেকে ব্যাট নিয়ে পলাতক পাকিস্তানি ক্রিকেটার
বিরাট কোহলি, ফিল সল্ট(উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুণাল পান্ডিয়া, জিতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল ও সুয়াশ শর্মা।
সৌভিক মুখার্জী, কলকাতা: পড়শি দেশ পাকিস্তানের রাজনৈতিক মহল দিনের পর দিন গরম (Pakistan Crisis) হয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত সংস্থা NMDC Steel Limited…
পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) তরুণদের জন্য বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইনকামের একটি…
বর্তমানে অধিকাংশ মানুষ এমন বিনিয়োগের পথ খোঁজেন, যেখানে নিরাপদভাবে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। কারণ, মুদ্রাস্ফীতির…
প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে শিক্ষা ব্যবস্থা সকল ছাত্র ছাত্রীর কাছে আরও বেশি সহজ এবং সরল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে হেরে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভাগ্য খুলেছে কলকাতা নাইট রাইডার্সের…
This website uses cookies.