লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs RCB Match Dream Team: KKR Vs RCB ম্যাচে কাদের দলে নেবেন? কে হবে অধিনায়ক! দেখুন Dream11 প্রেডিকশন | KKR Vs RCB Match Dream 11 Fantasy Team Prediction

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে KKR বনাম RCB-র উদ্বোধনী ম্যাচ (KKR Vs RCB)। দুই দলই নিজস্ব অস্ত্রে শান দিয়ে পুরোপুরি তৈরি। প্রথমবারের জন্য এ মরসুমে কোনও IPL দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ভারতীয় তারকা পাতিদারের নেতৃত্বে নাইটদের বিরুদ্ধে আক্রমণ শানাতে নামবে বেঙ্গালুরু। অন্যদিকে নাইট শিবিরে রাহানের অধিনায়কত্বেরও সূচনা হবে আজ থেকেই। সবমিলিয়ে ইডেনে IPL বোধন ও উদ্বোধনী ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে ভক্তদের। চলুন ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক আজকের সেরা ড্রিম একাদশ সম্পর্কে। যা ভক্তদের ফ্যান্টাসি টিম বানাতে সাহায্য করবে।

READ MORE:  IPL 2025: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া | Anrich Nortje Update Before IPL 2025

KKR বনাম RCB ম্যাচের ড্রিম 11 প্রেডিকশন

ব্যাটসম্যান- বিরাট কোহলি, রজত পাতিদার, কুইন্টন ডি কক , রিঙ্কু সিংকে অথবা লিয়াম লিভিংস্টোন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উইকেট কিপার- উইকেট কিপার হিসেবে ফিল সল্ট ও জিতেশ শর্মাকে রাখতে পারেন।

অলরাউন্ডার- অলরাউন্ডার হিসেবে অবশ্যই ড্রিম টিমের রাখা উচিত, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ক্রূণাল পান্ডিয়াকে।

READ MORE:  India Vs Afghanistan: কোন অঙ্কে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত, আফগানিস্তান? দেখুন সমীকরণ | ICC Champions Trophy Semifinals

বোলার- বলার হিসেবে ফ্যান্টাসি টিমে রাখতে পারেন বরুণ চক্রবর্তী, যশ দয়াল অথবা ভুবনেশ্বর কুমারকে।

অধিনায়ক ও সহ অধিনায়ক কাদের করা যায়?

এখনও পর্যন্ত রিপোর্ট যা বলছে, তাতে নিজের ড্রিম টিমে সুনীল নারিন অথবা বিরাট কোহলিকে অধিনায়ক করতে পারেন। সেক্ষেত্রে নারিনকে অধিনায়ক করলে সুবিধা বেশি। কেননা ব্যাট ও বল দুই ক্ষেত্রেই দুর্দান্ত ফর্মে থাকেন নারিন। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে রাখতে পারেন বিরাট কোহলি অথবা আন্দ্রে রাসেলকে। কিংবা সুনীল নারিনকে অধিনায়ক করে বিরাট কোহলিকে সহ অধিনায়কের আসনে বসিয়ে টিম বানাতে পারেন।

READ MORE:  IPL 2025: ৫৮ বলে ১৩৭ রান, IPL-র আগে ঝড় তুললেন ঈশান কিষাণ! ফিরবেন টিম ইন্ডিয়ায়? | Ishan Kishan In Great Form Before IPL 2025

KKR-এর সম্ভাব্য একাদশ

সুনীল নারিন, কুইন্টন ডি ক’ক(উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, অন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, এনরিখ নরকিয়া। বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।

অবশ্যই পড়ুন: দোকান থেকে ব্যাট নিয়ে পলাতক পাকিস্তানি ক্রিকেটার

RCB-র সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি, ফিল সল্ট(উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, রজত পাতিদার (অধিনায়ক), ক্রুণাল পান্ডিয়া, জিতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল ও সুয়াশ শর্মা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.