KKR Vs RCB Match Weather: চরম দুঃসংবাদ! KKR-র প্রথম ম্যাচেই বাগড়া দেবে বৃষ্টি? দেখুন ওয়েদার আপডেট | KKR Vs RCB Match Weather Update
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইটদের প্রথম ম্যাচেই খলনায়ক হবে বৃষ্টি? ভেস্তে যাবে গোটা ম্যাচ? শনিবার বহু অপেক্ষা কাটিয়ে শুরু হচ্ছে IPL-এর অষ্টাদশ সংস্করণ। প্রথম আসর অনুষ্ঠিত হবে কলকাতার ঘরের মাঠ তথা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। ম্যাচ যেহেতু ঘরের মাঠে তাই প্রথম মঞ্চে সম্মুখ সমরে উপস্থিত হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। সেইমতো জোর কদমে চলছে প্রস্তুতি। এহেন আবহে ভয় ধরাচ্ছে আবহাওয়া (Weather)। শোনা যাচ্ছে, শনিবার ম্যাচের দিন বাগড়া দেবে বৃষ্টি!
আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট আগেই জানিয়ে দিয়েছিল, সপ্তাহের শেষে কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা IPL ম্যাচ আয়োজনে মূল কাঁটা হয়ে উঠতে পারে। আবহাওয়া রিপোর্ট মারফত খবর, বুধবার থেকেই কলকাতা সহ বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা ছিল।
যদিও গতকাল আবহাওয়ার মুড তেমন একটা না বদলালেও বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গোটা শহরজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।
ফলত, 3 দিন লাগাতার বৃষ্টি হলে শনিবারের ম্যাচ ভেস্তে যাওয়ার পাশাপাশি নাইটদের অনুশীলনও পন্ড হবে বলেই আশঙ্কা। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ম্যাচের ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আর এর ঠিক পরের দিন অর্থাৎ শনিবার, ইডেনে ম্যাচ চলাকালীন বৃষ্টির আভাস পাচ্ছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
22 মার্চ সন্ধ্যা 7:30 থেকে কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ শুরু হবে। তার আগে রয়েছে জাঁকজমকপূর্ণ IPL উদ্বোধনী অনুষ্ঠান। বহু নামি তারকাদের ভিড় হবে ইডেনে । আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে, এদিন বৃষ্টি হবে কলকাতায়। ফলত, বর্ষনের সম্ভাবনা থাকায় ইডেনে IPL উদ্বোধনী অনুষ্ঠান কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
অবশ্যই পড়ুন: ISL সেমিফাইনালের আগে বড় ঝটকা মোহনবাগানে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাচ আয়োজন করা যাবে তো? চৈত্র মাসে সাধারণত সন্ধ্যার দিকে বৃষ্টি হয়। কাজেই আবহাওয়া যেহেতু ভাল ফর্মে নেই সেক্ষেত্রে পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যায় বৃষ্টি হলে ম্যাচে প্রভাব পড়বে। পাশাপাশি যদি বাজ পড়ে সেক্ষেত্রে বন্ধ থাকবে শনিবারের ম্যাচ। তবে যদি মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে কিছুক্ষণ খেলা বন্ধ রেখে ফের ম্যাচ শুরু করা যেতে পারে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.