বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার মরসুমের চতুর্থ মহারণে(KKR Vs SRH) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে KKR। ঘরের মাঠ ইডেনে গার্ডেন্সকে কাজে লাগিয়ে বিদ্যুৎগতিতে জয় তুলে নিয়েছে অজিঙ্কা রাহানের দল। আর এই ম্যাচেই 4 ওভারের কোটায় 30 রান খরচ করে 1টি উইকেট তোলেন সুনীল নারিন। বিষয়টা খুব একটা চমকপ্রদ না হলেও গতকাল 4 ওভারের স্পেলেই বিরাট রেকর্ড করেছেন কলকাতার এই বড় অস্ত্র।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ইতিহাস গড়লেন নারিন
গতকাল ঘরের মাঠে নিজামের দলকে একেবারে ধরাশায়ী করেছে চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা। ব্যাটিং থেকে বোলিং, উভয় ক্ষেত্রেই নজরকাড়া ক্রিকেট দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই সূত্র ধরেই হায়দরাবাদকে 80 রানের বড় ব্যবধানে মাঠ ছাড়া করেছে নাইট বাহিনী। আর এই ম্যাচেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে ফেলেছেন আন্দ্রে রাসেল সতীর্থ নারিন। ঠিক কী কান্ড ঘটালেন সুনীল?
ইডেনের 22 গজ তাঁর চেনা। বহুবার এই মাঠেই তাবড় তাবড় ব্যাটারের উইকেটে থাবা বসিয়েছেন তিনি। ব্যাঠ হাতেও দলের দুঃসময়ে দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন এই সুনীল নারিনই। KKR-র বহু যুদ্ধ জয়য়ের কারিগর সুনীল এবার বড় রেকর্ড গড়লেন। গতকাল SRH বাহিনীর বিপক্ষে 4 ওভারের কোটায় মাত্র 1টি উইকেট পকেটে পুরেছিলেন তিনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আর এই এক সংখ্যা নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে KKR-র জার্সি গায়ে 200 উইকেট পূর্ণ হয়েছে নারিনের। বলে রাখি, IPL ইতিহাসে সুনীল নারিনই প্রথম বলার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। নারিনের এই রেকর্ডের 5 উইকেট দূরে থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা লাসিথ মালিঙ্গা। MI-র হয়ে খেলে গোটা IPL কেরিয়ারে 195টি উইকেট তুলেছেন তিনি।
অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই বড় খবর! MI-তে যাচ্ছেন KKR তারকা কুইন্টন ডিক’ক
প্রসঙ্গত, টি-টোয়েন্টি ইতিহাসে নারিন হলেন দ্বিতীয় বোলার যিনি একক দলের হয়ে 200 উইকেট সংগ্রহ করেছেন। যদিও এর আগে নটিংহ্যামশায়ারের হয়ে খেলে 20 ওভারের ফরম্যাটে 208টি উইকেট তুলেছিলেন সমিত প্যাটেল।