লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs SRH: ইডেনে মহাপরীক্ষা, SRH-র বিরুদ্ধে দলে ৩ পরিবর্তন করবে KKR! কেমন হবে প্রথম একাদশ? | KKR Possible Playing 11 Against SRH

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা রাজস্থানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েও ফের হারে ফিরেছে। আর সেই কারণেই IPL 2025 পয়েন্ট তালিকার একেবারে তলানিতে জায়গা হয়েছে নাইটদের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কাজেই 3 এপ্রিলের ম্যাচে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে KKR। জয়ে ফিরতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নাইটদের একাদশে যে বদল আসবে সেটা খুবই স্বাভাবিক। তবে প্রশ্ন, আগামীকাল SRH-র মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলতে কেমন একাদশ সাজাবে KKR? বাদ পড়ছেন কারা? রইল বিস্তারিত।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন

বিগত ম্যাচগুলিতে মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই হারের সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই আসন্ন ম্যাচে আর একই ভুল নয়। সূত্রের খবর, আগামীকাল KKR-র ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন আসতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

টপ অর্ডার থেকে শুরু করে মিল অর্ডার ব্যর্থতা কাটাতে নিশ্চয়ই বিকল্প কোনও পন্থা অবলম্বন করবে, নাইটরা। যদিও অধিনায়ক অজিঙ্কা রাহানের তরফে তেমন কোনও বক্তব্য আসেনি। তবে মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে দলের ব্যাটিং অর্ডারকে দায়ী করেছিলেন তিনি।

READ MORE:  Hyderabad FC Vs East Bengal FC: নতুন অস্ত্রে বধ হায়দরাবাদ! কোন অঙ্কে প্লে অফে জায়গা করবে ইস্টবেঙ্গল? দেখুন সমীকরণ | ISL Points Table

বাদ পড়তে পারেন নারিন!

মুম্বইয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শারীরিক অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছিলেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তবে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে কামব্যাক করেও শূন্য নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

বেশ কয়েকটি সূত্র বলছে, আগামীকালের ম্যাচে খুব সম্ভবত নারিনকে বিশ্রামে পাঠাতে পারে ম্যানেজমেন্ট। কেননা, সদ্য শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠেছেন তিনি, ফলত তাঁকে বসিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ড মঈন আলিকে দলে টানতে পারে কলকাতা নাইট রাইডার্স।

READ MORE:  East Bengal FC:মেসি অতীত, নতুন অস্ত্র খুঁজছেন ব্রুজো! ইস্টবেঙ্গলে আসতে পারেন এই বিদেশি ফুটবলার | East Bengal New Foreigner

দলে ভিড়তে পারেন আরোরা

শেষ ম্যাচে দলের গতি বদলাতে ভারতীয় তারকা মনিশ পান্ডেকে একাদশে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে বাদ পড়েছিলেন নাইটদের পেস বিভাগের অন্যতম অস্ত্র বৈভব আরোরা। সে জন্য যথেষ্ট সমালোচিতও হয়েছিল রাহানের নেতৃত্ব। সূত্র বলছে, SRH-র বিরুদ্ধে আগামীকালের ম্যাচে ঘরের মাঠে বৈভব আরোরার দেখা মিলতে পারে।

এনরিখ নরকিয়ার সম্ভাবনা রয়েছে

বিগত 3 ম্যাচের একটিতেও দেখা মেলেনি কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস তথা প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়ার। চোট কাটিয়ে বহু আগেই দলে ফিরেছেন তিনি। IPL শুরুর আগে সেরে নিয়েছেন অনুশীলনও। কাজেই প্রশ্ন উঠছে, এমন দুঃসময় সত্বেও কেন মাঠে নামানো হচ্ছে না নরকিয়াকে? উত্তর যদিও অধরা। তবে সূত্রের খবর, আগামীকালের ম্যাচে নরকিয়াকে মাঠে নামাতে পারে নাইট ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: আর সুযোগ নয়! রাসেলকে বাদ দিচ্ছে KKR? তৈরি বিকল্প

SRH-র বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য একাদশ

মঈন আলি, কুইন্টন ডি ক’ক(উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, এনরিখ নরকিয়া/স্পেন্সর জনসন, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা(ইম্প্যাক্ট প্লেয়ার)।

READ MORE:  SRH Vs LSG: IPL 2025-এ একাধিক চমক! ঈশানের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পুরান, কে পেল বেগুনি টুপি? | IPL 2025 Roster Changes
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.