Kohli's Slogan In Pakistan: খেলতে যাবেনা ভারত, তবুও পাকিস্তানে হচ্ছে 'কোহলি'র জয়গান, করাচির ভিডিও ভাইরাল | Pakistani Virat Kohli Fans Cheer Viral Video
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় মহাকতারকা বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে জয়ধ্বনি দিলেন পাক সমর্থকরা। হ্যাঁ, পাকিস্তানের জনপ্রিয় স্টেডিয়াম করাচির বাইরে দাঁড়িয়ে কোহলির নামে গর্জে উঠলেন সেদেশের ক্রিকেটপ্রেমী মানুষ। বিরাটের নামের সাথেই উঠল RCB নামটাও। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাকিস্তানি সমর্থকদের গলায় বিরাটের প্রশংসা শুনেছেন নেট নাগরিকরা। ফলত, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার সুপারস্টারকে নিয়ে দেশের জনগণের এহেন উন্মাদনা PCB-কে যে হতাশ করবে এ কথা খানিকটা হলেও সত্যি!
সম্প্রতি সমাজ মাধ্যম ছেয়ে গেছে প্রশংসিত কোহলির একটি ভিডিওতে। যেখানে পাকিস্তানের জনপ্রিয় করাচি স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকজন পাক সমর্থককে কোহলির নামে গলা ফাটাতে দেখা যাচ্ছে। পাকিস্তান নামটা পাশে রেখেই কোহলিকে নিয়ে তীব্র উন্মাদনা লক্ষ্য করা গেছে পড়শি দেশের যুবদের মধ্যে। বিরাটকে নিয়ে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের মাটিতে এহেন প্রশংসা অবাক করেছে নেট মহলের সদস্যদের।
টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিরাট কোহলি যে পাকিস্তানের যুবদের মধ্যে বিশেষ জনপ্রিয় সে কথা আবারও নতুন করে মনে করিয়ে দিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি। সূত্র বলছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
ফাইনালের চূড়ান্ত ময়দানে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে নিউজিল্যান্ড বাহিনীর সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, কিউইদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ চলাকালীন করাচি স্টেডিয়ামের বাইরে বিরাটের হয়ে গলা উঁচিয়েছিলেন সে দেশের সমর্থকরা। যেই দৃশ্য বর্তমানে সমাজ মাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে।
https://twitter.com/mufaddal_vohra/status/1890471348436173226?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। এই আসরের আয়োজক যেহেতু পাকিস্তান তাই 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ দিয়ে মিনি ওয়ার্ল্ড কাপের ফিতে কাটবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
অবশ্যই পড়ুন: পরপর দু’দিন শিয়ালদা শাখায় বাতিল একগাদা লোকাল ট্রেন, সমস্যা এড়াতে দেখে নিন তালিকা
এই ম্যাচের ঠিক পরের দিনই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল। তবে 20 ফেব্রুয়ারির ম্যাচের থেকেও বর্তমানে যে হাই ভোল্টেজ ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভারতীয় সমর্থকদের কাছে তা হলো 23 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান যুদ্ধ। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে অবশেষে 22 গজের চিরশত্রুর বিরুদ্ধে আক্রমণ শানাতে নামবেন কোহলিরা। ফলত সেই লক্ষ্য বেঁধেই নিজস্ব অস্ত্রে শান দিচ্ছেন সকলে।
বহু প্রতীক্ষিত মিনি বিশ্বকাপের প্রথম ম্যাচ যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে তাই মূল মঞ্চে নামার আগে কিউইদের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে পা বাড়িয়েছিল পাক খেলোয়াড়রা। রিজওয়ানের নেতৃত্বে 4 দিনের এই সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তান। তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগেই নিউজিল্যান্ড বাহিনীর কাছে গো হারা হারলো পাক ক্রিকেটাররা। সেই সূত্র ধরেই 28 বল হাতে রেখে 5 উইকেটে সিরিজ পকেটে পুরেছে নিউজিল্যান্ড।
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
This website uses cookies.