Kolkata Knight Riders: আর সুযোগ নয়! রাসেলকে বাদ দিচ্ছে KKR? তৈরি বিকল্প | KKR May Drop Russell
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে আন্দ্রে রাসেলের। শরীরে বার্ধক্যের ছাপও খানিকটা পরিষ্কার। তবে দৈহিক কসরত করে প্রতিমুহূর্তে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন নাইট তারকা। কিন্তু এবারে আর হচ্ছে না! কেরিয়ারের সেরা সময় কাটিয়ে এসে এখন হয়তো বিশ্রাম চাইছে ক্যারিবিয়ান তারকার ক্রিকেট সত্তা!
এ মরসুমে নাইট শিবিরে তাঁর জায়গা হওয়া নিয়েও তৈরি হয়েছিল দীর্ঘ জল্পনা। তবে শেষমেষ পুরোনো কারিগরে আস্থা রাখে KKR। কিন্তু লাভ হচ্ছে কী? কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে শুরুর দুই ম্যাচেই ব্যাট হাতে পাস করতে পারেননি এই অভিজ্ঞ।
তবে মুম্বইয়ের বিরুদ্ধে হারের ম্যাচে 2টি উইকেট পেয়েছেন তিনিই। যদিও সূত্র বলছে, বহু যুদ্ধজয়ের কারিগর রাসেলকে এবার সম্ভবত তাঁর খারাপ ফর্মের কারণে বাদ দিতে পারে KKR! তাহলে বিকল্প কোথায়? তাই তাও নাকি খুঁজে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সম্প্রতি লিগ ক্রিকেটে খারাপ সময় চলছে তাঁর। শত চেষ্টা করেও ফর্মে ফিরতে পারছেন না আন্দ্রে। গত 3 ম্যাচে ব্যাট হাতে খেলোয়াড়ের ব্যর্থতা তাঁর বাদ পড়ার জল্পনায় নতুন মাত্রা জুগিয়েছে। এখন প্রশ্ন সত্যিই কি রাসেলকে বাদ দেবে KKR? ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
তবে বেশ কয়েকটি সূত্র যা বলছে, তাতে রাসেলের দুর্বল ফর্মের কারণে তাঁকে আগামী কিছু ম্যাচ দেখার পর বাদ দেওয়ার দাবি তুলেছেন অনেকেই। এখন নাইটদের তরফে কী প্রতিক্রিয়া আসে সেটাই দেখার।
রাসেল চলে গেলে তাঁর বিকল্প কে হবেন? এমন প্রশ্ন, নাইট ভক্তদের মনে উদয় হওয়া খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে বলে রাখি, আন্দ্রের বিকল্প হিসেবে কিনা জানিনা, তবে সমগোত্রীয় রাসেল সতীর্থকে দলে টেনেছে কলকাতা। গত নভেম্বরের মেগা নিলাম থেকে ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েলকে স্কোয়াডে ভেড়ায় KKR।
অবশ্যই পড়ুন: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের
ওয়াকিবহাল মহল মনে করছে, নিলাম থেকে দেড় কোটির বেস প্রাইসে কেনা এই ওয়েস্ট ইন্ডিজ তারকাকে রাসেলের ব্যক আপ হিসেবেই স্কোয়াডে রেখেছে KKR ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা সম্পন্ন এই পাওয়েল বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি দুরন্ত বোলিংও করেন। তাই রাসেলের বিকল্প হিসেবে তাঁকে আগামী ম্যাচগুলির একাদশে নেওয়া হলে নাইট ভক্তরা যে চমকে যাবেন, তেমনটা নয়।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.