বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-এর উদ্বোধনী ম্যাচেই পরাস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কোহলিদের বিপক্ষে প্রথম 13 ওভারে বড় রান বেঁধেও হারতে হয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR-কে। আর এই দুঃসময়ের নেপথ্যে রয়েছে কলকাতার দুর্বল ব্যাটিং। হ্যাঁ, গত শনিবার রাহানে ও নারিন ছাড়া আর কোনও ব্যাটারই সেভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেননি। ফলত, রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগেই নিজের দুর্বল জায়গায় মলম লাগাতে ভারতীয় মহারথীর দ্বারস্থ হলো নাইট শিবির।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন ভারতীয় তারকার শরণাপন্ন হলেন নাইটরা?
RCB-র বিরুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ ব্যাটিং বিপর্যয়। তাই বুধবারের ম্যাচের আগে ভুল ত্রুটি শুধরে নিতে হবে রাহানেদের। আর সেই লক্ষ্য নিয়েই রাজস্থানের ম্যাচের আগে ছন্দে ফিরতে প্রতিপক্ষের কোচ তথা ভারতীয় দলের প্রাক্তন পথপ্রদর্শক রাহুল দ্রাবিড়ের দারস্ত হয়েছে কলকাতার ব্যাটাররা। সম্প্রতি রাজস্থানের কোচ দ্রাবিড়কে নাইট শিবিরে দেখা গিয়েছে।
KKR ব্যাটারদের পরামর্শ দিলেন দ্রাবিড়
প্রথম ম্যাচে ব্যর্থতার জের, শেষমেশ অভিজ্ঞ তারকার শরণাপন্ন হতে হলো কলকাতার ব্যাটসম্যানদের। সূত্রের খবর, আগামী ম্যাচগুলিতে ভাল পারফর্ম করার জন্য নাইট ব্যাটারদের নতুন মন্ত্র দিয়েছেন দ্রাবিড়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সেই সাথে ব্যাট হাত কোন ভুলগুলি আর করা যাবে না সে বিষয়েও নাকি রিঙ্কুদের শিখিয়ে পড়িয়ে নিয়েছেন তিনি। যেই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। যা সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে।
অবশ্যই পড়ুন: চিনের আগে ভারত আসতে চেয়েছিলেন ইউনূস, পাত্তা দেয়নি দিল্লি! অভিযোগ বাংলাদেশের
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। বর্তমানে তিনি সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালসের কোচিং করাচ্ছেন। তবে RR-এর কোচ হয়েও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের সুপরামর্শ দিলেন দ্রাবিড়। যা ভক্ত মহলে তাঁর জনপ্রিয়তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল।