Kolkata Knight Riders: আর সুযোগ নয়! রাসেলকে বাদ দিচ্ছে KKR? তৈরি বিকল্প | KKR May Drop Russell
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে আন্দ্রে রাসেলের। শরীরে বার্ধক্যের ছাপও খানিকটা পরিষ্কার। তবে দৈহিক কসরত করে প্রতিমুহূর্তে নিজেকে ফিট রাখার চেষ্টা করেন নাইট তারকা। কিন্তু এবারে আর হচ্ছে না! কেরিয়ারের সেরা সময় কাটিয়ে এসে এখন হয়তো বিশ্রাম চাইছে ক্যারিবিয়ান তারকার ক্রিকেট সত্তা!
এ মরসুমে নাইট শিবিরে তাঁর জায়গা হওয়া নিয়েও তৈরি হয়েছিল দীর্ঘ জল্পনা। তবে শেষমেষ পুরোনো কারিগরে আস্থা রাখে KKR। কিন্তু লাভ হচ্ছে কী? কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে শুরুর দুই ম্যাচেই ব্যাট হাতে পাস করতে পারেননি এই অভিজ্ঞ।
তবে মুম্বইয়ের বিরুদ্ধে হারের ম্যাচে 2টি উইকেট পেয়েছেন তিনিই। যদিও সূত্র বলছে, বহু যুদ্ধজয়ের কারিগর রাসেলকে এবার সম্ভবত তাঁর খারাপ ফর্মের কারণে বাদ দিতে পারে KKR! তাহলে বিকল্প কোথায়? তাই তাও নাকি খুঁজে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সম্প্রতি লিগ ক্রিকেটে খারাপ সময় চলছে তাঁর। শত চেষ্টা করেও ফর্মে ফিরতে পারছেন না আন্দ্রে। গত 3 ম্যাচে ব্যাট হাতে খেলোয়াড়ের ব্যর্থতা তাঁর বাদ পড়ার জল্পনায় নতুন মাত্রা জুগিয়েছে। এখন প্রশ্ন সত্যিই কি রাসেলকে বাদ দেবে KKR? ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
তবে বেশ কয়েকটি সূত্র যা বলছে, তাতে রাসেলের দুর্বল ফর্মের কারণে তাঁকে আগামী কিছু ম্যাচ দেখার পর বাদ দেওয়ার দাবি তুলেছেন অনেকেই। এখন নাইটদের তরফে কী প্রতিক্রিয়া আসে সেটাই দেখার।
রাসেল চলে গেলে তাঁর বিকল্প কে হবেন? এমন প্রশ্ন, নাইট ভক্তদের মনে উদয় হওয়া খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে বলে রাখি, আন্দ্রের বিকল্প হিসেবে কিনা জানিনা, তবে সমগোত্রীয় রাসেল সতীর্থকে দলে টেনেছে কলকাতা। গত নভেম্বরের মেগা নিলাম থেকে ক্যারিবিয়ান তারকা রভম্যান পাওয়েলকে স্কোয়াডে ভেড়ায় KKR।
অবশ্যই পড়ুন: সেমির আগে জামশেদপুরকে হুমকি বাগান কোচের
ওয়াকিবহাল মহল মনে করছে, নিলাম থেকে দেড় কোটির বেস প্রাইসে কেনা এই ওয়েস্ট ইন্ডিজ তারকাকে রাসেলের ব্যক আপ হিসেবেই স্কোয়াডে রেখেছে KKR ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা সম্পন্ন এই পাওয়েল বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি দুরন্ত বোলিংও করেন। তাই রাসেলের বিকল্প হিসেবে তাঁকে আগামী ম্যাচগুলির একাদশে নেওয়া হলে নাইট ভক্তরা যে চমকে যাবেন, তেমনটা নয়।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । কেন্দ্রীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের…
ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের ভূমিকা অপরিসীম। বড় মাপের আর্থিক লেনদেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর…
This website uses cookies.