Kolkata Knight Riders: দলে ৭ ভারতীয়, ৪ বিদেশি, KKR-র সর্বকালের সেরা একাদশে নেই সৌরভ! দেখুন তালিকা | All Time Best XI Of KKR
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল 2008 সালের 24 জানুয়ারি। শাহরুখ খান ও জুহি চাওলার যৌথ উদ্যোগে 300 কোটিতে বিক্রি হয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে 22 গজের লড়াইয়ে অধিনায়ক হিসেবে কলকাতার যাত্রা শুরু করেছিলেন মহারাজ সৌরভ গাঙ্গুলী। কিন্তু দাদার আমলে শুভারম্ভ করতে পারেনি KKR। তবে পরবর্তীতে ঘুরে দাঁড়ায় নাইটরা।
বিগত 17 মরসুমে 3 বারের জয় নিয়ে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল KKR। বিগত বছরগুলিতে এই দলের হয়ে খেলেছেন ক্রিকেট বিশ্বের বহু তাবড় তাবড় খেলোয়াড়। তবে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশ প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নাইটদের IPL ইতিহাসের সেরা এগারো সম্পর্কে।
সম্প্রতি প্রকাশিত কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রয়েছেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় তারকা রবীন উথাপ্পা। এই দুই তারকাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু যুদ্ধজয়ে শামিল হয়েছিলেন। বলে রাখি, KKR-র সর্বকালের সেরা একাদশে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশের মিডল অর্ডারের দায়িত্বে রাখা হয়েছে ভারতীয় তারকা মনিশ পান্ডে, নাইটদের বহু যুদ্ধজয়ের কারিগর তথা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল-হাসান, আন্দ্রে রাসেল, কলকাতার হয়ে খেলা রজত ভাটিয়া ও সুনীল নারিনকে।
মিডল অর্ডারে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন তো রয়েছেনই সেই সাথে নাইটদের সর্বকালের সেরা একাদশে পেস বিভাগের স্তম্ভ হিসেবে নাম রয়েছে 38 IPL ম্যাচের 25 আসরে কলকাতার হয়ে খেলা অজি পেসার ব্রেট লি-র। গতিকে কাজে লাগিয়ে উইকেটে থাবা বসাতে ভালই পারেন তিনি। তালিকায় বোলার হিসেবে ব্রেট লির পরেই নাম রয়েছে ভারতীয় তারকা কুলদীপ যাদবের। এছাড়াও নাইটদের পুরনো দিনের সঙ্গী উমেশ যাদব ও ভারতের মিষ্ট্রি বরুণ চক্রবর্তী থাকছেন সেরা একাদশে।
কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশে প্রথম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছেন KKR-র হয়ে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা ক্রিস লিন। লিনের পরই তালিকায় দ্বিতীয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নাম রয়েছে লক্ষীপতি বালাজির। এই ডানহাত পেসার তাঁর IPL কেরিয়ারে 76টি উইকেট ভেঙেছেন।
তালিকায় তৃতীয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জাক কালিস। এবং সবশেষে তালিকার চতুর্থ ও পঞ্চম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথম এগারোতে জায়গা হয়েছে ভারতের দুই তারকা দীনেশ কার্তিক ও ইউসুফ পাঠানের।
গৌতম গম্ভীর(অধিনায়ক), রবিন উথাপ্পা(উইকেটরক্ষক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, রজত ভাটিয়া, সুনীল নারিন, ব্রেট লি, কুলদীপ যাদব, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
অবশ্যই পড়ুন: হার্দিক পান্ডিয়ার হাত ধরে তৈরি হল IPL-র নতুন ইতিহাস!
উল্লেখ্য, কলকাতার হয়ে দুরন্ত পারফর্ম করেও সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর।
শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক!…
This website uses cookies.